পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৮৩ ) ছইলেন। সিরাজ কর্তৃক মতিঝিলের উদ্যান বাটিকা লুষ্ঠিত হওয়ার সময়, ঐ মহিল৷ বিশ্বস্ত অনুচরবর্গের সাহায্যে কিয়ৎ পরিমাণ ধনরত্ব সিরাজের কবল হইতে রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন। ঘেসেটি বিবী এক্ষণে ঐ সমস্ত অর্থ মীরজাফরের নিকট প্রেরণ করিলেন এবং তদ্বারা উপযুক্ত সৈন্ত সংগ্ৰহ করিয়া সিরাজকে দমন করিবার নিমিত্ত র্তাহাকে অনুরোধ করিলেন । সিরাজ র্তাহার প্রতি যে সমস্ত অত্যাচার করিতেছে, তাহা তিনি জলন্ত ভাষায় বর্ণনা করিয়া, পুরাতন বিশ্বস্ত কৰ্ম্মচারী দ্বারা রাজ্যের প্রধান প্রধান ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিলেন এবং অধিকাংশ লোক নিবাইসের বিধবা পত্নীর প্রতি সহামুভূতি প্রদর্শন করিতে লাগিলেন (১)। এক্ষণে রাজ্যের প্রধান ব্যক্তিগণ সিরাজদ্দৌলার উচ্ছেদ সাধনের নিমিত্ত এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিলেন। জগৎশেঠ ঐ যজ্ঞের অনুষ্ঠাতা এবং রামদুল্লভ ও মীরজাফর উছার হোতৃস্বরূপ কার্যক্ষেত্রে অবতীর্ণ হইলেন (২) । (3) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. page 227. - - (8) Consultation, dated the 5th September 1756 and that dated the 15th September of the same year-Long's Unpublished Records of Govern ment, for 1747-1767, pages 77-78.