পপ্ৰণ্ডচন তাপ্র্যণজ্জ প্রথম পরিচ্ছেদ রাজবল্লভের পুনরায় রাজকাৰ্য্য লাভ সিংহাসন লাভের পর মীরজাফর জ্যেষ্ঠপুত্র মীরণকে নেজামতের দেওয়ানিপদে নিযুক্ত করিয়া, সমস্ত রাজকাৰ্য্য নিৰ্ব্বাহের ভার তাহার হস্তে প্রদান করেন এবং স্বয়ং বিলাস সাগরে নিমগ্ন হইয়া রমণী কণ্ঠনিঃস্থত সঙ্গীত শ্রবণে কালযাপন করিতে প্রবৃত্ত হন। আলিবর্দীর শাসনকালে নিবাইস এই পদে নিযুক্ত ছিলেন, কিন্তু আলিবর্দী স্বয়ং সমস্ত রাজকাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেন। সিরাজের শাসনকালে রাজবল্লভ রাজকাৰ্য্য হইতে অপসারিত হইয়াছিলেন। মীরণ নেজামতের দেওয়ান হইয়া রাজবল্লভকে পূৰ্ব্বপদ প্রদান করেন ; সুতরাং এই সময় হইতে রাজবল্লভ পুনরায় নেজামতের দেওয়ানের প্রধান সচিবের কার্য্য নিৰ্ব্বাহ করিতে থাকেন (১)। (») English Translation of Sair Motakharin, by Hன் Mostapha, Vol. Il. page 252 and 253. ঐযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ যষ্ঠ সংখ্যার নব্যভারতের ৫৭৬ পৃষ্ঠায় লিখিয়াছেন, "মীরজাফর রাজবল্লভকে মন্ত্রিপদে নিযুক্ত করার উক্তি মিথ্যা। এরূপ বর্ণনা কোন ইতিহাসে নাই। বরং ইতিহাস পাঠে ইহা প্রাপ্ত হওয়া যায় যে, পলাসীর যুদ্ধের অবসানে যখন মীরজাফর স্ববাদার হইলেন, তখন পুত্র মীরণ দেওয়ান ও মহারাজ দুলভরাম নায়েব সুবাদার ও র্তাহার ভ্রাতুপুত্র কুঞ্চবিহারী রায় রায়রাইয়া ও রাজ৷ রাসবিহারী মীরণের দেওয়ান ছিলেন। প্রকৃতপক্ষে পলাসীর যুদ্ধের পূৰ্ব্বে ও পরে
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৯৮
অবয়ব