( २०> ) এই পরগণা প্রথমতঃ সরকার বাজুহার অন্তর্ভূত ছিল। বাঙ্গালার নবাব স্বপ্রসিদ্ধ সায়েস্তা খার পুত্র বোজরগ উমেদের নামানুসারে ইহার নামকরণ হইয়াছিল (১)। কোন সময় এই পরগণ দয়াল চৌধুরী নামক জনৈক হিন্দুর অধিকারে ছিল। মুরশিদকুলী খাঁর শাসনকালে আগাবাথর ঐ অঞ্চলের ওহদাদারী কাৰ্য্য করতেন। দয়াল চৌধুরীর, তনয়ার রূপের কাহিনী শ্রবণ করিয়া ঐ ওহদাদারের চিত্ত চঞ্চল হয়, এবং তিনি ঐ রমণীকে স্বীয় অঙ্কশায়িনী করিবার উদেখে দয়াল চৌধুরীর আলয় সৈন্তদ্বারা অবরোধ করেন। ঐ হিন্দু জমিদারের এমন শক্তি ছিল না যে, দুৰ্দ্দান্ত মুসলমান সেনাদিগকে পরাভূত করিয়া তনয়ার সন্ত্রম রক্ষা করিতে পারেন। অগত্য তিনি পরিবারস্থ যাবতীয় মহিলার জীবন সংহার করিয়া দেশত্যাগ করেন। আগাবাথর হতাশ্বাস হইয়া নবাব দরবারে দয়াল চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উপস্থিত করিয়৷ এই পরগণা হস্তগত করেন (২) । প্রথমতঃ বোজরগ উমেদপুর পরগণার অধিকাংশ ভূমি নিবিড় জঙ্গলে পরিপূর্ণ ছিল। মুজাখার শাসন সময়ে ১৭২৮ খ্ৰীষ্টাব্দে সরকার হইতে যে পরতাল হয়, তাহাতে এই পরগণায় প্রজার নিকট প্রাপ্য মোট স্থিতের পরিমাণ ৬০০০ টাকা সাব্যস্ত হইয়াছিল। ঐ সময় ঐ স্থিতের হারাহারী ধরিয়া বার্ষিক দেয় রাজস্বের পরিমাণ ৪৬৪৭ টাকা নিৰ্দ্ধারিত হয় । নবাব দরবার হইতে খেলাত স্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন —Life of Nabakissen, by N. Ghose, page 84. ফলতঃ তিনি এই সময় ঐ পরগণার শাসনভার লাভ করিয়া ছিলেন । মীরজাফর পশ্চাৎ রাজবল্লভকে উহার জমিদারী স্বত্ত্ব প্রদান করেন । í ») History of Backergunge, by Beveridge, page 94. (R) Do. page 434.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০৮
অবয়ব