পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २५१ ) এবং পবিত্র মৃত্তিক চুম্বন করিয়া একে অন্তকে আলিঙ্গন পূৰ্ব্বক নদীগর্ভে নিপতিত হইলেন (১)। কেহ কেহ বলেন, যে রজনীতে ঐ মহিলাগণ নিধন প্রাপ্ত হইয়াছিলেন, সেই রজনীতেই মীরণ বজ্রাঘাতে প্রাণত্যাগ করেন। কাহারও মতে ঐ ঘটনার এক মাস পরে মীরণ বজ্রাহত হইয়াছিলেন। মীরণের ভয়াবহ পরিণাম বিধান করিয়া ভগবাম্ দ্যায়ের মর্য্যাদা রক্ষা করিয়াছেন সন্দেহ নাই । (») English Translation of Sair Motakharin, Vol. II. pages 368 to 371