পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ রাজবল্লভ সম্রাট সদনে একমাত্র মীরণ ও রাজবল্লভই যে খাদেম হাসনের পশ্চাদ্বত্তী হইয়াছিলেন এমন নহে। ইংরেজবাহিনীসহ কর্ণেল কলিয়ড়, এবং রামনারায়ণের সেনাসহ তদীয় ভ্রাতা দুৰ্জ্জয় সিংহ, এই সময় মীরণের অনুগমন করিয়াছিলেন। মীরণের মৃত্যুতে তদীয় সৈন্সের নেতৃত্ব-ভার রাজবল্লভের প্রতি ন্তস্ত হইল (১)। সেনাপতির মৃত্যু সংবাদ প্রচারিত হইলে সৈন্যগণ ভগ্নোৎসাহ হইবে আশঙ্কা করিয়া তিনি এই ঘটনা গোপন রাখিবার সংকল্প করিলেন। কর্ণেল কলিয়ড, এই সংকল্প স্বসঙ্গত মনে করিলে উপযুক্ত অনুষ্ঠানের উদ্যোগ চলিতে লাগিল (২)। অবিলম্বে মীরণের মৃতদেহ হইতে পাকস্থলী বাহির করিয়া ভুগত্ত্বে নিহিত করা হইল, এবং ঐ মৃত দেহ বস্ত্রাবৃত করিয়া মীরণের হস্তীর (3) English Translation of Sair Motakharin, Vol. II. page 373 (২) হাজি মস্তাফা কৃত সায়র মোতাক্ষরণের ইংরেজী অনুবাদে লিখিত আছে, "মীরণের মৃত্যু সংবাদ গোপন রাখিবার যে পরামর্শ হইল তাহ মেজর কলিয়ড, অনুমোদন করিলেন। মূল সায়র মোতাক্ষরণে লিখিত আছে, *দেশীয় লোকেরা এই সময় মীরণের মৃত্যুসংবাদ গোপন রাখিবার নিমিত্ত কর্ণেল কলিয়ড কে পরামর্শ প্রদান করিল।" পালঙ্গ হইতে রাজবল্লভের জীবনী সম্বন্ধে যে হস্ত লিখিত পুস্তক প্রাপ্ত হওয়া গিয়াছে তাহাতে লিখিত আছে যে রাজবল্লভই এই পরামর্শ দিয়াছিলেন । ৮ জানকীনাথ সেন মজুমদার মহাশয়ের নিকট হইতে এই বৃত্তান্ত বহুবার শ্রবণ করিয়াছি এবং প্রত্যেক বারেই তিনি বলিয়াছেন যে, রাজবল্লভের পরামর্শমতে মীরণের মৃত্যুসংবাদ গোপন করা হইয়াছিল। মীরণের মৃত্যুতে রাজবল্লভই তদীয় সৈন্তের নেতৃত্ব গ্রহণ করিয়াছিলেন। এই সময় যে দুইদল দেশীয় সেন ছিল তন্মধ্যে এক দলের নেতা দুর্জয় সিংহ এবং অপর দলের নেতা রাজবল্লভ। অল্পবয়স্ক দুর্জয় সিংহ অপেক্ষ পরিণত বয়স্ক ও প্রতিভাশালী রাজবল্লভের মস্তক হইতেই যে এই পরামর্শ বহির্গত হইয়ছিল তাহ অনুমান করাই শ্ৰেয়ঃ।