পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ३२* ) রাজ্যের প্রধান ব্যক্তিগণের পারিবারিক ছিদ্র অনুসন্ধানের নিমিত্ত গুকলাল ও ময় লাল নামক দুইজন দুৰ্ব্বত্ত চর ছিল। উহার কাহারও প্রতি বিরূপ হইলে তদ্বিরুদ্ধে নানা অসত্য সংবাদ নবাবের কর্ণগোচর করিত। সন্মিগ্ধচিত্ত মীরকাসেম ঐ দুৰ্ব্বত্তদ্বয়ের উক্তির সত্যতা পরীক্ষ। মা করিয়াই অনেকের সর্বনাশ সাধন করিতেন (১) । পাশ্চাত্য যুদ্ধপ্রণালীর উৎকর্ষ দেখিয়া, নবাব সৈনিক বিভাগের সংস্কার সাধনে প্রবৃত্ত হইলেন। র্তাহার প্রতীতি জন্মিস্থাছিল যে, শিক্ষা ও নিয়মের অভাবে দেশীয় সৈন্ত পাশ্চাত্য সৈন্য অপেক্ষ নিকৃষ্ট অবস্থায় অবস্থিত আছে ; এবং দেশীয় সেনা পাশ্চাত্য প্রণালীতে শিক্ষালাভ করিলে, ইউরোপীয় জাতির ক্ষমতা খৰ্ব্ব হইয়া মুসলমান আধিপত্য স্থ প্রতিষ্ঠিত হইবে । এই অভিপ্রায় সুসম্পন্ন করিবার নিমিত্ত তিনি ইস্পাহান দেশীয় গগিন খ৷ নামক জনৈক বস্ত্র বিক্রেতাকে গোলন্দাজ সেনার অধ্যক্ষপদে নিযুক্ত করিলেন। ইতিপূৰ্ব্বে মুঙ্গেরের দুর্গ সংস্কার করিয়া নবাব তথায় রাজধানী স্থানান্তর করিয়াছিলেন। প্রতিভাশালী গর্গিন খ। ঐ নগরে কামান, বন্দুক, বারুদ ও গোলা নিৰ্ম্মাণের কারখানা ংস্থাপন করিয়া, গোলন্দাজ সৈন্তদিগকে পাশ্চাত্য প্রণালীতে শিক্ষা দিতে প্রবৃত্ত হইলেন। অল্পকাল মধ্যে ঐ কারখানা হইতে এত উৎকৃষ্ট আগ্নেয়াস্ত্র প্রস্তুত্ত হইতে লাগিল যে, ইউরোপ হইতে তৎকালে যে সমস্ত কামান ও বন্দুক ভারতবর্ষে প্রেরিত হইত তাছা তদপেক্ষ কোন অংশে নিকৃষ্ট ছিল না (২) । সাধারণ সৈন্যদিগকে শিক্ষা দিবার নিমিত্ত মহম্মদ তর্কী খ। নিযুক্ত হইলেন। তিনি প্রত্যেক সৈন্যদলের অধিনায়কগণকে কমাণ্ডার, (*) English Translation of Sair Motakharin, Vol. II. page 428, (*) Do. page 421.