পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७२ ) কি কারণে মীরকাসেম রাজবল্লভের প্রতি বিরূপ হইয়াছিলেন তাহা নিঃসন্দেহরূপে বলা যায় না। পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, নবারের অর্থলালসা অপরিমিতরূপে বুদ্ধিপ্রাপ্ত হইয়াছিল এবং ইংরেজ-সংশ্লিষ্ট ব্যক্তিগণকে তিনি সৰ্ব্বদা সন্দেহের চক্ষে নিরীক্ষণ করিতেন। কৃষ্ণদাসঘটিত ব্যাপারে ইংরেজদিগের সহিত রাজবল্লভের ঘনিষ্ঠত সংস্থাপিত হইয়াছিল। র্তাহার ধনবত্তার কাহিনী তৎকালে কাহারও নিকট অবিদিত ছিল না । বোধ হয় রাজবল্লভের সমস্ত ধন আত্মসাৎ করিবার উদ্দেশ্যে এবং তাহার সহিত ইংরেজদিগের যে সৌহার্দ সংঘটিত হইয়াছিল, তন্নিবন্ধন মীরকাসেম তৎপ্রতি ঐক্লপ ব্যবহার করিয়াছিলেন। সায়র মোতাক্ষরীণ প্রভৃতি ইতিহাসে এ বিষয়ের কোন কারণ প্রদর্শিত হয় নাই । রাজবল্লভের উত্তর-পুরুষগণ মধ্যে মোকদম হইয়া ভূসম্পত্তি পাচভাগে বিভক্ত হইলে, র্তাহার পৌত্র পীতাম্বর সেম, ১৭৯৮ খ্ৰীষ্টাব্দের জুন মাসে গবর্নর জেনারেলের সমীপে যে আবেদন করিয়াছিলেন, ঐ আবেদন পত্রে লিখিত আছে, “আমরা মহারাজ রাজবল্লভের উত্তর পুরুষ। তিনি ইংরেজ কোম্পানির পরম হিতৈষী ছিলেন। এই ইংরেজ প্রতিনিবন্ধন কাসিম আলি খাঁ, ঐ মহারাজ ও তৎপুত্র কৃষ্ণ দাসকে ভাগীরথী সলিলে নিমজ্জিত করিয়া নিহত করেন এবং আগারেজাকে প্রেরণ করিয়া তাহার সমস্ত সম্পত্তি হস্তগত করেন” (১)। - আগারেজ ও তদীয় অনুচরবর্গ নৌকারোহণে প্রথমতঃ পোড়াগাছ” নামক স্থানে উপস্থিত হইলেন, রাজনগর হইতে ঐ স্থলের দূরত্ব ছয় ক্রোশ মাত্র। এখান হইতে তিনি এক দূত প্রেরণ করিয়া জ্ঞাপন করিলেন, “আমি নবাব কাসিম আলির নিয়োগ মতে রাজবল্লভের সমস্ত ধন হস্তগত করিবার অভিপ্রায়ে আগমন কুরিয়াছি, যদি কোন বিঘ্ন (3) History of Backerganj, by Beveridge, page 96.