পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ર૭ર ) থাকিবে অপক্ষপাতী বিশদ এমন, ততদিন এই রাজ্য হইবে অক্ষয়। এই মহা-রাজনীতি, মোহান্ধ যবন ভুলিয়াছে, এই পাপে ঘটিবে নিরয়। এই পাপে কত রাজ্য হয়েছে পতন । ভীষণ সংহার আসি রাজ্যের উপর ঝোলে স্বল্প দ্যায়স্থত্রে বিধাতার করে। যবনের অত্যাচার সহিতে ন পারি হতভাগ্য বঙ্গবাসী—চির-পরাধীন— লয়েছে আশ্রয় তব, দমি অত্যাচারী, যেই ধূমকেতু বঙ্গ-আকাশে আসান, স্বৰ্গচু্যত করি তারে নিজ বাহুবলে শান্তির শারদ-শশী করিতে স্থাপন । ভাবে নাই, এই ক্ষুদ্র নক্ষত্রের স্থলে । উদিবে নিদাঘ তেজে ব্রিটিশ তপন । এই আশ্রিতের প্রতি হইলে নিৰ্দ্দয়, ডুবিবে ব্রিটিশ রাজ্য ডুবিবে নিশ্চয়।