পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ( २७ ) হইলে একমাত্র গৌড়নগরেই রাজধানী প্রতিষ্ঠিত হইয়াছিল। মোগল সম্রাট আকবরের সময় বাঙ্গালা দেশ পুনরায় দিল্লির অধীনতা নিগড়ে আবদ্ধ হয়। ঐ সময় এক মহামার উপস্থিত হইয়া গোঁড়নগরের ংস সাধন করিলে, রাজমহলে বাঙ্গালার রাজধানী স্থানান্তরিত হইয়াছিল। ক্রমে পূৰ্ব্বাঞ্চলে অনেক প্রদেশ মোগল সম্রাটের করতলগত হইল এবং মগ ও আসামবাসিগণ ঐ সমস্ত বিজিত প্রদেশে অভিযান করিয়া নানারূপ উপদ্রব আরম্ভ করিল। এই সময় রাজমহলে অবস্থান করিয়া সমগ্র বাঙ্গালাদেশের শান্তিরক্ষা করা সুকঠিন বিবেচিত হওয়ায়, ১৬০৮ খৃষ্টাব্দে নবাব ইছলাম খাঁ রাজমহল হইতে ঢাকায় রাজধানী স্থানান্তরিত করিলেন। (১) কেহ বলেন রাজা বল্লাল সেনের প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী নামক দেবতার নামানুসারে ঢাকার নামকরণ হইয়াছে। কাহারও মত এই যে, ঢাকনামক বৃক্ষের বাহুল্যবশতঃ ঐ স্থানের নাম ঢাকা হইয়াছে (২) । *আগবর নামা” গ্রন্থপাঠে অবগত হওয়া যায় যে, ১৫৮৪ খৃষ্টাব্দে ७३ স্থানে এক থানা সংস্থাপিত ছিল। আইন-ই-আকবরি নামক ইতিহাসে ঢাকা বাজুর নাম উল্লিখিত হইয়াছে (৩)। এতদ্বার। প্রতীয়মান হইতেছে যে, ১৬০৮ খৃষ্টাব্দের পূর্ব হইতে এই স্থল প্রসিদ্ধি লাভ করিয়াছিল। ইসলাম খাঁর শাসনকাল হইতে ঢাকার নাম, সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ‘জাহাঙ্গীরনগরে পরিবৰ্ত্তিত হয়। মোগল শাসনের প্রথমভাগে বাঙ্গালু দেশের শাসন কাৰ্য্য “নাজিমী” ও "দেওয়ানী” এই দুই প্রধান বিভাগে বিভক্ত ছিল। নাজিমী বিভাগের (>, English Translation of Riyazo-s-salatin by Maulvy Abdus 8alem, M. A. Fasciculus 1 Page 39. r & (3) Hunter's Statistical account of Dacca, Page 18. (e. English Translation of Riyazo-s-salatin by Maulvy Abdus Salem, w. a. Fasciculus 1 Page 39.