পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( or ) পূৰ্ব্বোক্ত কিংবদন্তী এবং কিশোরী বাবুর কথিত বিবরণ একত্রিত করিলে, কৃষ্ণজীবনের মালখানগরে অবস্থান করা প্রমাণিত হয়, এবং দেবদাস বস্থর অধীনৰূপে কাৰ্য্য করাও অনুমান করা যাইতে পারে (১) দেবদাসবমুর উত্তরপুরুষগণ বঙ্গীয় কায়স্থ সমাজে শ্রেষ্ঠ আসনে আসীন আছেন (২) । তাহাদের মধ্যে অনেকেই বিশ্ব-বিদ্যালয়ের উচ্চ উপাধিধারী। ঐ বংশের অনেক ব্যক্তি উচ্চ রাজকাৰ্য্যে ও ব্যবহারাজীবের পদে নিযুক্ত থাকিয়া সমধিক খ্যাতি লাভ করিয়াছেন । কৃষ্ণজীবন রাজকীয্য লাভ করিয়া স্বকীয় অবস্থার অনেক উন্নতি সাধন করিয়াছিলেন । রাজনগরের সুপ্রসিদ্ধ পুরাতন হাবেলী এবং “নবরত্ন” নামক মুরম্য অট্টালিকা রাজবল্লভের অভু্যুথানের পূৰ্ব্বেই কৃষ্ণজীবনের অর্থে নিৰ্ম্মিত হইয়াছিল। যে পুরাতন দীঘির পশ্চিম তটে কালবৈশাখীর মেলা সন্নিবেশিত হইত, তাহাও কৃষ্ণ জীবনের অর্থেই খনিত । উত্তর সাহাবাজপুরের জমিদার তনয়ার গৰ্ত্তে কৃষ্ণজীবনের পাচ পুত্র জন্মে। পঞ্চম পুত্র রাজবল্লভের জন্ম সম্বন্ধে অনেক কিংবদন্তী প্রচলিত আছে। (১) সেঘর নামক গৃহের পুব কথিত ইষ্টক-লিপি হইতে ইহাও অনুমান করা অসঙ্গত নহে যে, উহার এক কক্ষে কানুনগুর, এক কক্ষে থাসনবাসের এবং তৃতীয় কক্ষে নওয়ার বিভাগের কার্যালয় অবস্থিত ছিল। খাসনবাস শব্দের প্রকৃত অর্থ নবাবের নিজস্ব মহলের কন্মচারী । ইষ্ট্রকলিপির লিথিত থাসনবীস এই অর্থে ব্যবহৃত হইলে ইহাই সিদ্ধান্ত হয় যে, কৃষ্ণজীবন দেবীদাস বসুর অধীনরপে কাৰ্য্য করিতেন না । দেবীদাস বঙ্গ কানুনগু বিভাগের কায্য করিতেন, কৃষ্ণজীবন খাসনবাস ও নাওয়ার মহালের এহেতেমাম পদে নিযুক্ত ছিলেন, এবং উভয়ের কার্য্যালয় পরস্পর সংলগ্ন ছিল । :* - (২) দেবদাস বহর অন্ততম উত্তর-পুরুষ ভাগুয়ালপুর কলেজের ভূতপূৰ্ব্ব অধ্যাপক শ্ৰীযুক্ত বাবু প্রসন্নকুমার বক্স, এম এ, বলেন যে তাহদের বংশের এই প্রাধান্ত রাজবল্পম্ভের প্রসাদেই সংঘটিত হইয়ছে।