পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છેઃ: झर्झठिं श्लेिदांझै গুলি তোমার নিকট প্রণামী চাহিয়াছিলাম। আজ সমস্ত মহারাষ্ট্র স্বাধীন। এই স্বাধীন রাজ্যের কয় ক্রোশ জমি ভূমি আমায় দান করিতে পার?” শিবাজী উৎফুল্ললোচনে অকপট ভাবে বললেন, "গুরুদেব, সমস্তটুকুই পারি। পারি কেন—এই দিলাম।”—এই বলিয়৷ তিনি রাজবেশ খুলিয়া প্রভুর পায়ের কাছে রাখলেন এবং একখানা গেরুয়া বস্ত্র পরিধান করিলেন ।--রাজা হরিশ্চন্ধের পার্ধে এত বড় দানের দৃষ্টান্ত আর বুধি দেখা যায় নাই! রামদাস স্বামী উাহাকে রাজপোষাক ফিরাইয়া দিয়া কহিলেন, “বংস, ভূমি আমার প্রতিনিধি হইয় নিষ্কামভাবে রাজ্যশাসন কর। সামান্ত অস্কায়ে তোমার চাকুরী বাইবে। মনে থাকে যেন—তোমার প্রভু এই ভিক্ষুধ,"ার তোমার প্রভুর প্রভু হইলেন ঈশ্বর ”