পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ត្រៃ مبيا উত্তরপশ্চিমে কতকগুলি ক্ষুদ্র দ্বীপ গয়ৈ গঠিত করে: , মহারাষ্ট্র দেশের অন্তর্গত। বৃটিশ শাসনের প্রাকালেই ইয়র প্রাধানের সূত্রপাত হয়। শহরের প্রায় বারো লক্ষ অধিবাসীর মধ্যে অধিকাংশ গুজরাতী ও প্রাণী বণিক এবং নানা দেশীয় কৰ্ম্মচারী সম্প্রদায় ; তুমিস্নেই সংখ্যা হিসাবে কচ্ছী, পাঠান ও মারাঠীদের স্থান। পুশ শহরের প্রায় যাট মাইল দূরে, উত্তরপশ্চিম দিকে, বোম্বাই শহরে প্রবেশ করিবার পথে কলা|ণ নামক প্রাচীন শঙ্কর অবস্থিত। ইতিহাস পড়িবার সময় আমদিগকে বহুবার কল্যাণকে স্মরণ করিতে হুইবে । মহাবালেশ্বর আমাদের দেশের দাঞ্জিলিংয়ের মত। পূর্বে গভর্ণরগণ গ্রীষ্মের বেশীর ভাগ এখাই কটাইয়া হাইতেন । সাড়ে চার হাজার ফুট উচ্চ পাড়ের শিখরদেশে শহরটি অবস্থিত। আহমেদনগর পূর্ণ শহরের উত্তরপূবে অস্থিত। ইহার চারিপার্শ্ব দিয়া একটা প্রতাপশালী রাজ গড়িয়া উঠাছিল। পুণা মাইল ঘাটক দক্ষিণে সাতার নগর। ইহাও কিছুদি মহারাষ্ট্ৰীয় স্বাধীনতার কেন্দ্রভূমি ছিল। উদ্ধার মাইল বাটক দক্ষিণে কোলাপুর শহর। তাহার নব্বই মাইল দূরে ঠিক পূর্ব দিকেই প্রাচীন বিজাপুর নগর। ইহাকে ঘেরিয়াও একটা প্রকাণ্ড মুসলমান রাজ্য মাথা তুলিয়া দিল্লী-সম্রাটের রক্তচক্ষুকে একদিন উপেক্ষা করিয়াছিল। বিজাপুরের প্রাচীন সোঁ,তোরণ প্রাসাদ ও মসজিদগুলি এখনও পর্যটকের বিস্ময়ের উপাদান যোগাইতেছে। উছার প্রত্যেকটার সহিড এক একট ইণ্ডিছাস