পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মদ্বারাষ্ট্র చిy প্রাণ দিল । পরে পেশওয়া মোরো পন্থকে কারাগারে নিক্ষেপ করা হইল ঃ ণ্ঠাহীর পরিবর্তে কুলুশ নামক এক কণৌজী জাহ্মণ—শতুঙ্গীর প্রাশের ইয়ার, পেশওয়ার দায়িত্বপূর্ণ পদ গ্রেহণ করিল। রাজত্বের কয়েক বৎসর অত্যাচার ও বৃধ আমোঙ্গে কাটাইয়া, শম্ভুঞ্জীর আত্মসম্মান-যোঁধ ধীরে ধীরে ফিরিয়া আসিল, বীরের শোণিত উাহার মুঞ্জ বিবেককে নাড়া দিয়া কতকটা জাগাইয়া ভূলিল। তিনি পিতার পদাঙ্ক অনুসরণ করিবার চেষ্টা করিলেন। মুঘলগণ কঙ্কনে যুদ্ধাভিযান করিলে, তিনি তাহাদিগকে তাড়াইয়া দিলেন । তারপর ভীমবেগে জিঞ্জীর আক্রমণ করিলেন। ওদিকে ৰহু ঠাম পোড়াইয়া ও গ্রামবাসীকে বলপূৰ্ব্বক খৃষ্টান করিয়া পৰ্ব্বীজাণ প্লোও অবরোধ করিলে, তিনি তীৰ আক্রোশে তাহাদিগকে আক্রমণ করেন এবং স্থলযুদ্ধে ও জলযুদ্ধে তাঁহী দিগের শিরদাঁড়া ভাগিয়া দেন । অবশেষে ১৬৮৩ খৃষ্টাঙ্গে সম্রাটু ঔরঙ্গঞ্জের স্বয়ং বিজাপুর, গোলকুণ্ড ও মহারাষ্ট্র সম্পূর্ণভাবে মুঘলের পদানত করিতে দিল্পী হইতে যাত্রা করিলেন। "াহায় সহিত নানা জাতীয় পদাতিক, অশ্বারোহী ও গোলোন্দাজ সৈন্ত পিপীলিকার সারির মত চলিতে লাগিল। ১৮৮৪ খৃষ্টাব্দে বুর্গানুপুর ও মাহমেদ নশ্বর হইয়া, মদগৰ্ব্বী মুঘল সম্রাটু ঔরঙ্গাবাদে আসিয়া উপস্থিত হইলেন । তাঁহার পর প্রায় এক সঙ্গেই এই তিন রাজ্য আক্রান্ত হইল। ঔরঙ্গঙ্গীবের রাক্ষ সব চেয়ে ৰেলী মহারাষ্ট্রের