পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ আহমেদনগর, বিজাপুর ও গোলকুও বসিয়াই উহায় শাসন-পরিচালন করিয়াছিলেন এবং হিঙ্গেরী, পাথর, ভীর প্রভৃতি জিলা ীেলতাবাদের সতি সংযোগ করিয়া তিনি উহাকে যথেষ্ট সমৃদ্ধ করিয়া তুলিয়াছিলেন। তারপর স্ক্রিন জুলার তরঙ্কও ীেলতাবারে সতি পুনরায় একীভূত করি, যর্বাপেক্ষা বড় একটা প্রদেশ গড়িয়া তুলিলেন। নিজমের পুত্র মালেক আহমেদ এতদিন রাজমহেন্দ্রীর তরফদারি করিতে ছিলেন। উজারের কার্গে লিপ্ত থাকিয়া ও অপদার্থ হুলতানকে চোখের আড়াল করিতে ইচ্ছক ন হইয়, চতুর নিজাম, পুত্র মালেক আহমেদকে রাজমছেঞ্জী হইতে ডাকিয়া পঠাইয়া, ীেলতাবাদের তরফদার করিয় পাঠাইয়া দিলেন (১৪৮৫ খৃঃ)। নিয়াম-উলুম নিহত হওয়ার কিছুদিন পরেইমালেক্সামো বাকিয়া বসিলেন। পিতার সহায়তায় তিনি তখনু প্রকৃত ধনরত্ব ও লোভনীয় রাজ্যখণ্ডের সর্বময় কর্তী। তিনি ১৪৮৭ খৃষ্টাফ আহমেদ নিয়াম-উলুমুদ, বিহার শাহ-এইরূপ দিগগজ নামে ভূষিত হইয়া, ভগ্নপ্রায় বার্মানী সাম্রাজ্য হইতে শ্বগু হইয় পড়িলেন। পরে তিনি দৌলতাবাদ হইতে রাজধানী উঠাইয়া, প্রায় বত্ৰিশ ক্রোশ দক্ষিণে আহমেদনগর নামক নুতন রাজধানীর পত্তন করিলেন। এইভাবে স্বাধীন আহমেদনগর রাজ্য নিজামশাহী বংশের স্বারা গঠিত হইয়। উঠিল । এই নবীন রাজ্যকে জব্দ করিবার প্রাণপণ চেষ্টা করিয়াও বাহুনানী মুলতান কৃতকাৰ্য্য হইতে পারিলেন না । নিজাম উলুমুকের মৃত্যুর পর, গঞ্জাম ও চিকাকোল অঞ্চল