পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नवम घृछ 0& শিবু নাম উড়িয়ে ? ফেলা। তবে আর বলতেছি কি ? নাম ভাড়য়ে পাচলার সরকারা পোলের কাজে নেইগেছে । শিবু। পাচলার পোলের কাজে নেইগেছে ? কার কথা বলতেছে, ও পাচু ? পাচু । আরে না, না, দিদির কথা লয়। গয়ারামের কথা বলতেছে ফেলা। শিবু ও, গয়ারামের কথা, আমি মনে করন্থপাচু। তুমি ফেলারে চারটে টাকা স্থাও দেখি। শিবু এখন ও সব থাক পাচু। ঘরের মানুষটার একনো কোন খবর পেছনে। পাচু। কিন্তু এ স্থযোগ হাত ছাড়া করলি— শিবু না পাচু, আগে সে ফিরি আম্বক তারপরে— পাচু । আচ্ছা, আচ্ছ, চারটে টাকা তো এখন ফেলারে দ্যাও। তারপর— শিবু । কিন্তু—[পাচুর হাতে টাকা দিল ] পাচু। এই নাও, খবর পাকা তো ? ফেলা। পাকা বইলে পাকা । একেবারে যাকে বলে গাছ পাকা । আচ্ছা তাহলি চলি শিবুদ্ধ, চলি পাচুদা। [ প্রস্থান ] পাচু। সামন্ত মশাই, খবরটা যখন পাওয়াই গেল—তখন দিদি আসতি না আসতি কাজটা শেষ করি ফেলি চলো । শিবু । মনটায় বড় কু ডাক ডাকতিছে হে পাচু। পিসির বাড়ীতে নোক পাঠাৰ বলে তো গেল্প—তা হঠাৎ পিসির ভাস্করপো গোবরার সঙ্গে দেখা, সে তো বললে—আচ্ছা পাচু, শেষকালে জাপ্তঘাতী হয় নি তো বড় বোঁ ? পাচু। তুমি খেপেছ সামন্ত মশাই। দিদি জাপ্তঘাতী হভি বাবে কোন দুঃখে । ভূমি ও সব আবোল তাবোল ভাবনা ছাড়ে দিকি । শিবু না পাঁচু, মনটা কিছুতেই স্বস্থির হচ্ছেনি। এওটা বাড়াবাৰ্টী না করলিখ क्ष्७ ।