পাতা:মালতী-মাধব.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) 0 う স{ল পাপ । বিমল কপোলতল প্রক্ষালিত হইতেছে, তাহাতে জ্যোৎস্ন যোগে বোধ হইতেছে, যেন চন্দ্র কান্তিয়ুধা পান করিবার আশয়ে কিরণরূপ নল সন্নিবেশিত করিয়াছেন। তুবলোকিত ব্যগ্রচিত্তে জিজ্ঞাসিল, সখি ! অ শ্রমোচন ও রোদন করিতেছে কেন ? তখন তিনি গোপনে বলিলেন, সখি ! আর কত কাল প্রিয়সঙ্গী লবঞ্জিকায় বিরহ দুঃখ সহ্য করিব। এক্ষণে উছার সংবাটিও দুর্লভ। তখন যাধবও মনস্তাপের ছেত্ত্ব জানিয়া বলিলেন, আমি এই মাত্র কলংসকে প্রেরণ করিয়ছি। বলিয়া দিয়াছি, প্রচ্ছন্নবেশে নন্দন ভবনে যাইয়া সংবাদ লইয়া আইস । এই বলিয়া তাহাকে শান্ত করিলেন । তানন্তর মাধব জিজ্ঞাসিলেন, অবলোকিতে ! আহ মদয়ন্তিকার প্রতি বুদ্ধরক্ষিতার প্রযত্ন কি সফল হুইবে । সে বলিল ! তাছার সংশয় কি ? শাৰ্দ্দলপ্রহরে বিচেতন মুকরদের মেহবিরামের প্রিয় সংবাদে আপনি মালতীকে মন প্রাণ পারিতোধিক দিয়াছেন, এক্ষণে যদি কেহ মকরন্দের মদয়ন্তিক প্রাপ্তি প্রিয় সংবাদ দেয়, তবে তাহাকে আর কি পারিতোধিক দিবেন ? ই এ কথা বলিতে পার। এই বলিয়া মাধব নিজ ছয়য়ের নিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, কেন এই ত, আমার গ্রথিত বলিয়া, প্রিয়তম যা যত্ন পূর্বক সহচরী দ্বারা আনীত ও কলম্বন দ্বারা সৎক্ল ত করিয়াছেন, পাণিগ্রহণ সময়ে আমাকে লবঙ্গিক জানিয়া জীবনসর্বস্ব বলিয়া সমৰ্পণ করিয়াছেন এবং প্রিয়তমার প্রথম দর্শনজনিত বিকারের সাক্ষী ; এ সেই