পাতা:মালতী-মাধব.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালী মাধব । את ל সার্থক করিব । কিন্তু আমার কেমন ভাগ্য, সে অশল্প মুলোচ্ছেদ হইল। লবঙ্গিক। বলিল, ভগবতি | প্রসন্ন হউন, আজ্ঞা করুন, আমি আর ভীরভূত জীবন বহনে সমর্থ নই, ঐ গিরিশিখর হইতে পতন পূর্বক মরণ যুগ সম্ভোগ করি। আর অনুগ্রহ করিয়৷ এই আশীৰ্বাদ করুন যেন জন্মজন্মান্তরেও সেই প্রিয়সঙ্গীর দেখা পাই । তিনি বলিলেন, ও লবঙ্গিকে ! আমাদিগের উভয়েরই শোকাবেগ সমান। মালতীবিয়োগশাকে যে কামন্দকী আর জীবিত থাকিবে, ইছা মনেও করিও না। পরকালে লোকের গতি স্ব স্ব কৰ্ম্মান্ত সরে ভিন্ন, তাহতে পুনরায় স্বজনসঙ্গম দুর্ঘট বটে, কিন্তু প্রাণ পরিত্যাগে সন্তাপশান্তি इश, ७३३ °द्रश्न न:ङ । उँशश ७३ गभ:झांछि ऊ भूछि শ্রবণে সকলে যে অজ্ঞ বলিয়া গাত্রোথনি করিলেন । মদয়ন্তিকাকে পুরোবৰ্ত্তিনী দেখিয়া লবঙ্গিক প্রবেধ দিয়৷ বলিলেন, সখি ! তুমি এই আত্মহত্যারূপ বিযম ব্যাপার হইতে বিরত হও। আর আমাদিগকে যেন বিস্তুত হইও না। তিনি কোপ কঃিয়| কহিলেন, য{ও আমি তোমার বশ নহি । হে নাথ মকরন্দ ! তোমাকে এ জন্মের মত প্রণাম । এই কথা বলিতে বলিতে সকলে মধুমতী নদীর স্রোতঃ সন্নিহিত গিরিশিখরে উঠলেন। তার প্রস্তুত কৰ্ম্মে বিঘ্নে কাজ নাই বলিয়া সকলে পতিত হইতে উদ্যত হইলেন। ইত্যবসরে মকরদ পূর্বোক্ত অদৃষ্টচর বিস্ময়কর ব্যাপার বিলোকন করিয়া, কি আশ্চর্য! কি আশ্চর্ঘ্য ! এই কথা বলিতে পলিন্তে তথায় উপস্থিত হুইলেন এবং যোগিণীর