পাতা:মালতী-মাধব.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 থম মঙ্ক । ه به নাম মালতী। আমি তাছার ধাত্ৰীকস্তা, বিশেষ অনুগ্রহভজন, নাম লবঙ্গিক । মকরন্দ শুনিয়া বলিলেন, তাহা মালা চাহিবার কি বচনকৌশল যাহা হউক, অমাত্য ভূরিবস্তুর কন্যা, এ বহু মানের কথ। । কামন্দকীও সৰ্ব্বদা মালতী মালতী করিয়া থাকেন । কিন্তু শুনিতেছি, রাজ। নন্দনের পরিতোমার্থ মালতীকে চাহিতেছেন। কি হয়, কিছুই বলা যায় না । মন্ত্রি পুত্ৰ কছিলেন, সখে! অপর বৃত্তান্ত শ্রবণ কর । তিনি এই রূপে বকুলমাল। চাহিলে আমি নিজ কণ্ঠ হৃষ্টতে উন্মোচন করিয়৷ দিলাম। মালতীর মুখপঙ্কজে দৃষ্টি সন্নিবিষ্ট ছিল বলিয়া শেষভাগের রচনা পূর্বের অনুরূপ হয় নাই ; তথাপি তিনি তাছাই ভাল ও অসামান্য প্রসাদ বলিয়া গ্রহণ করিলেন ; অনন্তর মদনযাত্র। ভাঙ্গিলে সে প্রচলিত জনতার অন্তরালে অন্তরিত হইলেন। পরে আমি তোমাদিগের অন্বেষণে আসিতেছি। মকরন্দ কহিলেন, বয়স্য ! যখন মালতীরও অনুরাগচিহ্ন ব্যক্ত হইয়াছে, তখন এ প্রণয় দৃঢ়তর, সন্দেহ নাই। মালতীর গওপাণ্ডুত প্রভৃতি যে সমুদায় চিরসঞ্চিত বিরহ-লক্ষণ, সেও বোধ হয়, তোমার নিমিত্তই হইয়াছে। কিন্তু তোমাকে কোথায় দেখিয়াছে, বুঝিতে পারিলাম না। তাদৃশী কুলবালার একের প্রতি অন্তরাগিণী হইলে কখনই অন্যত্র সতৃষ্ণ দৃষ্টিপাত করে ম। এখানে কাহারও কেছ আছে সখীদিগের এই পরিহাস বাক্য এবং ধাত্ৰীকন্যার মাল। প্রার্থনার বচন s