পাতা:মালতী-মাধব.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンbr মল মাধব । বৈদগ্ধী এ উভয় দ্বারাই তোমার উদ্দেশে তাহার পূর্বরাগ, ইছ বিলক্ষণ প্রতীয়মান হইতেছে। এই রূপ কথোপকথন চলিতে লাগিল, এ দিকে মাধবের ভূত কলহংস মন্দারিকার নিকট মাধবের এক চিত্রময় প্রতিমূৰ্ত্তি পাইয়া দেখাইবার নিমিত্ত ইতস্ততঃ অমুসন্ধান করিয়া পরিশেষে তথায় উপনীত হইয় প্রণায় পূর্বক ত্ৰিপট সমর্পণ করিল। মাধব ও মকরদ তাহ দেখিতে লাগিলেন। মকরদ জিজ্ঞাসিলেন, কলহংস ! মাধবের ছবি কে লিথিয়াছে ? সে উত্তর করিল, যে ই হার মন হরিয়াছে। পুনরায় জিজ্ঞাসিলেন, তবে কি মালতী ? সে বলিল, ই, শুনিলাম অমাত্য-দুহিতাই উৎকণ্ঠশান্তির নিমিত্ত এই প্রতিরূপ চিত্রিত করিয়াছেন। তখন মাধব কছিলেন, সথে ! তোমার বিতর্কই ঠিক হইল। মকরন বলিলেন, প্রিয়তম । আর সন্দেহ নাই! আশ্বাসের পথ হইয়াছে ; কেন না, যে বামলোচনা তোমার লোচনপ্রিয়া, আবার তুমিই তাহার চিত্তচোর ও হৃদয়বল্লভ। যেখানে প্রজাপতি ও রতিপতি উভয়েই লাগিয়াছেন, সেখানে আর কি সম্মিলনের কোন ংশয় আছে ? যাই। ইউক, বয়স্য ! যে রূপ ভবাদশ ব্যক্তিরও বিকারহেতু তাহ অবশ্যই দর্শনীয় বস্তু, সন্দেহ নাই ; অতএব এই চিত্রপটেই তদীয় রূপ চিত্রিত কর, দেখি। তিনি কছিলেন, ভাল, তোমার ইচ্ছা হইয় থাকে করিতেছি, চিত্রোপকরণ আনয়ন কর। মকরদ তৎক্ষণাৎ সমস্ত আছরণ করিলে তিনি লিখিতে প্রবৃত্ত