পাতা:মালতী-মাধব.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । Rソ দুঃসহ কিরণ রষ্টি করিতেছেন ; চল, আমরা ছাযপ্রধান প্রদেশে গমন করি। এই বলিয়া দু জনে চলিলেন । মাধবের আর অন্য চিন্তা ছিল না ; তিনি যাইতে যাইতে বলিলেন, সখে ! বোধ হয়, তাতপতাপে বিগলিত স্বেদসলিলে তদীয় সহচরবর্গের তিলকাবলীর লালিত এত ক্ষণ বিলুপ্ত হইতেছে। আঃ কি রৌদ্র ! হে সমীরণ ! তুমি বিকচ কুন্দকুসুমের মকরন্দ গন্ধ আহরণ করিয়া প্রথম তঃ সেই চঞ্চললোচনা কোমলাঙ্গীকে তালিঙ্গন কর, পশ্চাৎ আমার শরীর স্পর্শ করি ও । মকরন্দ তদীয় ভাব পর্যবেক্ষণ করিয়া আক্ষেপ পূর্বক বলিলেন, হা, দুরত্মা কন্দপ কি নির্দয় ! সুকুমার বয়স্ক মাধবকে এক কালে নষ্ট করিল ! অনন্তর মাধবকে কছিলেন, সখে! তুমি বয়সে যুবা, কিন্তু জ্ঞানে রদ্ধ। বিচারপথে তোমার চক্ষু চিরদিনই অপ্রতিহত ; এক্ষণে ইন্দ্ৰিয়তোতে প্রবাহিত হইয়া প্রাকৃত লোকের ন্যায় বিকলচিত্ত হওয়া কি ভবাদৃশ ব্যক্তির উচিত ? যাচার বিমাগপ্রস্থিত মনের সংযম করিতে না পারে, তাহারা নি তান্ত আমার । আসার ব্যক্তির বিদ্যা বুদ্ধি প্রভৃতি সমুদায়ই উপহাসের কারণ হইয়া থাকে। তুমিও কি সামান্য লোকের ন্যায় ইতর সুখে অন্তরক্ত হুইয়া উপহাসাম্পদ হইবে ? যদি বায়ুভরে দুষ্টষ্ট সমভাবে প্রকম্পিত হয়, তবে তরু ও গিরিতে বিশেষ কি ? নিরঙ্কুশ ইচ্ছার