পাতা:মালতী-মাধব.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२br মালতীমাধব । প্রিয়জনের সমাগম লাভই সংসারের সারভূত ফল বলিতে হইবে। মালতী উত্তর করিলেন, সখি! মালতীর জীবনই তোমার পরম ধন, সুতরাং কতই সাহস দিতেছ। যাও তোমার আর কথায় কাজ নাই। অথবা তোমারই দোষ কি, আমিই বারংবার তাহার দর্শন ও অধীর হৃদয়ে নানা চুৰ্বিনয় প্রকাশ করিয়া স্বয়ং অপরাধিনী হইয়াছি; কাহার দোষ দিব। এক্ষণে গগনতল হইতে পূর্ণ শশী বিষ বর্ষণ করুন, অশরণা পাইয়া পঞ্চশর নিয়ত শরক্ষেপ করুন, ভ্রমর কোকিল নির্ঘাত নিস্বন করুক, মলয়বাত বজ্রপাতকপ হউক, কুসুমমালা অগ্নিস্থল প্রসব করুক এবং দারুণ বিভােবরীও ঘোর বিষধরীর কার্য্য করুক ; মৃত্যুর পর আর তাহারা কে কি করিবে! আমার পিতা এক জন শ্লাঘ্য লোক, মাতা সৎকুলপ্রস্থত, ফুল । অকলঙ্ক, ইহাই আমার সর্বস্ব ! আমি বা আমার জীবনধন অতি অকিঞ্চিৎকর ! লবঙ্গিক এবংবিধ বিবিধ বিলাপ বাক্য শ্রবণে কৰ্ত্তব্য বিমূঢ় হইয়া চিন্ত করিতেছে, ইত্যবসরে প্রতীহারী আসয় নিবেদন করিল, ভগবর্তী কমন্দকী ভর্তুদারিকার দর্শনাভিলাষে উপস্থিত, যেমত আজ্ঞা হয়। অমাত্যনন্দিনী অবিলম্বে লইয়। আইস এই কথা বলিয়। চিত্রফলকাদি গোপন করিতে লাগিলেন। লবঙ্গিক ভাবিল অতিউত্তম হইল। প্রতাহারীর মুখে প্রবেশ সংবাদ পাইয়া পরিব্রাজিক অবলোকিতার সহিত সৌধশিখরে মালতী সমীপে চলি লেন। যাইতে যাইতে বলিতে লাগিলেন, ভাল, সখে