পাতা:মালতী-মাধব.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fপতীয তাঙ্ক । ミ? মধুর ; কিন্তু তোমার দর্শন তৎকালে মনোহর, পরিণামে দারুণ সন্তাপকর! যাহার তোমাকে দেখে নাই, সেই কুলকন্যারাই ধন্য ও তাহারাই স্বচ্ছন্দচিত্তে কাল যাপন করিতেছে! এই বলিয়। রোদন করিতে লাগিলেন। লবঙ্গিক কহিল, সখি ! এ ততেও কি তোমার আশ্বাস ছইল না ? দেখ, তুমি নবমালিকা কুসুমের স্যায়, কোমল, যাহার নিমিত্ত খণ্ডিত নব পল্লবের ন্যায় অনুদিন ক্ষীণ ও ক্লান্ত হইতেছ, ভগবান মন্মথ প্রসাদে তিনিও তোমার বিরছে দুঃসহ সন্তাপ ভোগ করিতেছেন। অমাতাদুহিতা সাশ্রলোচনে কছিলেন, প্রিয়সখি ! এক্ষণে সেই জীবিতেশ্বরের মঙ্গল হউক, আমার মনোরথ চিরদুর্লভ ছষ্টয়াই রহিল। বিশেষতঃ অদ্য তামার মনস্তাপ তীব্র বিষধরের ন্যায় অবিরত সর্ব শরীর জর্জরিত করিতেছে, নিধুম হুতাশনের স্থায় জুলিয়া উঠিতেছে ও গুরুতর জ্বরের স্যায় অঙ্গপ্রত্যঙ্গ সকল দগ্ধ করিতেছে। এ ক্ষণে পিতাই হউন, অথবা তুমিই হও, আজি আমার কেহই রক্ষিতা নাই । লবঙ্গিক কহিল, সখি ! সুজন সমাগমের রীতিই এই ৷ তাহাদিগের প্রত্যক্ষে যেমন অশেষ সুখ, পরোক্ষে আবার তেমনি দুঃসহ দুঃখ ঘটিয়া থাকে। আর র্যছকে বাতায়ন হইতে ক্ষণমাত্র দেপিয়া অবধি দুৰ্ব্বিসহ যাতন পরম্পরায় তোমার জীবন সংশয়িত হইয়া আছে এবং সুধাকরের কিরণও জ্বলন্ত অঙ্গর বোধ হয়, আদ্য তাহার সবিশেষ দর্শন লাভ করিয়াছ, তাপিত হইবে ; বলিবার অপেক্ষা কি। যছ হউক, প্রিয়সখি ! এই রূপ মহাষ্ট্রভাব