পাতা:মালতী-মাধব.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । _ற ஒஇ க.க তৃতীয় অঙ্ক । পরিব্রাজিকা তদবধি প্রায়ই অমাতাদুহিতার সন্নিধানে থাকেন । এবং মাধবের প্রসঙ্গও না করিয়া তাহার চিত্তপরীক্ষার নিমিত্ত, কখন নন্দনের নিন্দাবাদ বা ভুরিবসুর অবিমুয্যকারিতার বিষয় লইয়। আন্দোলন করেন। এইরূপে কিছু দিন অতিবাহিত হইল। একদিন তাহার মনোগত ~ জানিবার নিমিত্ত কামন্দকী কৃষ্ণচতুর্দশী উপলক্ষ করিয়া মালতীকে শঙ্করদেবের মন্দিরে লইয়া চলিলেন এবং মাধরকে তথায় আনয়নের নিমিত্ত অবলোকিতাকে প্রেরণ করিলেন । এদিকে বুদ্ধরক্ষিতা নামে নন্দনের ভগিনীর সহচরী শঙ্কর গৃহে যাইতেছিল, পথিমধ্যে অবলেকিতাকে পাইয়। জিজ্ঞাসিল, এক্ষণে ভগবতী কামন্দকী কোথায়, বলিতে পার ? সে উত্তর করিল, বুদ্ধরক্ষিতে ! তুমি কি জান ন ? তাছার আহার নিদ্রা নাই, কেবল মালতী লইয়াই আছেন। সংপ্রতি আমাকে মাধবের নিকট এই সংবাদ দিতে পাঠাইয়াছিলেন যে শঙ্কর গৃহের সন্নিহিত কুসুমাকর নামে এক পরম রমণীয় উদ্যান আছে। তিনি যাইয়।