পাতা:মালতী-মাধব.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ob- মালতীমাধব । তথায় নিকুঞ্জ কানন প্রান্তবর্তী অশোককাননে অবস্থিতি করুন। এই আদেশানুসারে মাধবও তথায় গিয়াছেন। বুদ্ধরক্ষিতা পুনরায় জিজ্ঞাসিল, মাধবকে তথায় প্রেরণের প্রয়োজন কি বলিতে পার ? সে কছিল, অদ্য কৃষ্ণ চতুর্দশী। ভগবতী মালতী সমভিব্যাহারে শঙ্কর গৃহে আসিবেন। পরে কুম্মচয়ন ব্যপদেশে লবঙ্গিক ও মালতীকে কুসুম করোদ্যানে আনিবারও বিলক্ষণ সুবিধা হইবে। এই হযোগে যদি মালতীমাধবের পুনর্দশন হয়, এই আশয়ে মাধবকে তথায় যাইতে আদেশ করিয়াছেন । সম্প্রতি তুমি কোথা যাইতেছ? সে কছিল, নন্দমের অমুজা মদয়ন্তিকা শঙ্কর গৃহে আছেন, আমাকেও তথায় যাইতে আদেশ করিয়াছেন; অতএব ভগবতির চরণ বদনা করিয়া সেই দিকে যাইব। অবলোকিত জিজ্ঞামিল, ' তুমি যে কার্য্যে নিযুক্ত আছ, তাহার সংবাদ কি ? সে উত্তর করিল, তামি ভগবতীর উপদেশ বশতঃ নাম বিশ্বস্ত কথাপ্রসঙ্গে, তিনি এমন, তিনি তেমন’ এই রূপে মকরদের উপরে প্রিয় সখী মদয়ন্তিকার পরোক্ষামুরাগের একশেষ করিয়া তুলিয়াছি, এক্ষণে প্রিয়সখীর নিতান্ত বাসনা, এক বার তীহাকে দর্শন করেন । অবলোকিত শুনিয়া মাতিশয় গ্রীত হইয়া কহিলেম, বুদ্ধরক্ষিতে ! তোমার বুদ্ধিকৌশল সবিশেষ সাধুবাদের যোগ্য। এই কথার পরে তাহারা স্ব স্ব কার্য্যে প্রস্থান করিল। লবঙ্গিক সমভিব্যাহায়ে মালতী ও কামন্দকী শঙ্করগৃহ সন্নিধানে উপনীত হইলেন । কামন্দকী মনে মনে