পাতা:মালতী-মাধব.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । - 8 y কথা আর কখন মাধবের কর্ণগোচর হয় নাই, এক্ষণে ঐ কথা শুনিব। মাত্র তাহার শরীর বিকসিত কদম্ব কুম্ভমের ন্যায় হইল। তখনই কামন্দকীর চমৎকার কৌশলের শত শত প্রশংসা করিতে লাগিলেন । অমাত্যকুমারী অন্য দিকে পুষ্প চয়নের ইচ্ছা প্রকাশ করিতে লাগিলেন । কমন্দকী ভঁtহণকে আলিঙ্গন করিয়া কছিলেন, বৎসে ! ক্ষান্ত ছও ; দেখ, তোমার বচন স্থলিত, শরীর অলস, বদনেন্দু স্বেদবিন্দুজালে অলঙ্কত ও নয়ন মুকুলিত হইয়া আসিতেছে। প্রিয়জনের দর্শনজনিত সাত্ত্বিক ভাব সমুদায় পরিশ্রমতেই লক্ষিত হইতেছে। আর পুষ্প চয়ন আয়াস স্বীকারে কাজ নাই। মালতী শুনিয়া অত্যন্ত লজ্জিত হইলেন । মাধবও অন্তরাল হইতে ঐ কথা শুনিয়া ভাবিলেন, ভগবতীর এ পরিহাস নহে, মনের কথা । অনন্তর কামন্দকী বলিলেন, এই খানে উপবেশন কর, আমি একটি কথা বলি। শুনিবা মাত্ৰ সকলে উপবিষ্ট হইলেন। তখন তিনি অমাত্যতনয়ার ভাব জিজ্ঞা হইয়। চিবুক উন্নমন পূর্বক বলিলেন, সুন্দরি! বড় বিচিত্ৰ কথা, শ্রবণ কর –মনে আছে, একদল প্রসঙ্গ ক্রমে বলিয়াছিলাম, মাধব নামে এক কুমার তোমার ন্যায় মদীয় হৃদয়ের দ্বিতীয় অবলম্বন ? ই বটে মনে হইল, অজ্ঞা করুন। অমাতাদুহিতার এই উত্তর শুনিয়া তিনি বপিপেন, সেই কুমার মদন যাত্রর দিবস হইতে অত্যন্ত বিমনা ও মনস্তাপে নিতান্ত কাতর; তাহার