পাতা:মালতী-মাধব.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४२ - মালতীমাধব । তায় সময় সুধাকর কিরণে তৃপ্তি মাই ও প্রিয়জন ংসর্গেও রুচি নাই ; তিনি অত্যন্ত সুধীর, তথাপি বিষম অন্তস্তাপ ব্যক্ত না করিয়া থাকিতে পারেন না, তাহার দূৰ্ব্বাদল শ্যামল কোমল কলেবর কতিপয় দিবসেই মলিন ও পাগু হইয়াছে। লবদিক কছিল সত্য, সে দিন অবলোকিত আপনাকে ত্বরান্বিত করিবার নিমিত্ত বলিয়াছিল, মাধব অত্যন্ত অসুস্থ শরীর। পরে কামন্দকী কছিলেন, অনন্তর যখন অনুসন্ধান করিয়া জানিলাম মালতীই তাছার মনোবিকারের হেতু, তখন আমারও নিশ্চয় হইল যে অদৃশ সুশীল ও শান্ত স্বভাবকে মালতীর মুখচন্দ্র ভিন্ন আর কে বিচলিত করিতে পারে ? চন্দ্রোদয় না হইলে কি স্থির সমুদ্রের জল কখনও ক্ষুভিত হয় ? মাধব শুনিয়া ভাবিলেন, ' তাহা, ভগবতীর কতই উপন্যাসে পটুতা ও কতই বা মহত্ত্ব আরোপণে যত্ন ! অথবা শাস্ত্রজ্ঞান, বুদ্ধিমত্ব, প্ৰগল্‌ভতা, বক্ত,তাশক্তি, দেশ কালামুভাবকতা ও প্রতিভা এই কয়েকটি গুণ থাকিলে কি না হইতে পারে । কামন্দকী কছিলেন, এক্ষণে মাধব দুৰ্ব্বছ জীবনভার পরীক্ষার নিমিত্ত কতই দুঃসাহসিক কৰ্ম্ম করিতেছে। সে জীবিতাশায় জলাঞ্জলি দিয়া নব চুত-মুকুল-দর্শন করে, কলকণ্ঠ কোকিলের কুকুরব শ্রবণ করে, বকুলপরিমল-বাহী সমীরণ সেবন করে, দাম্বরদ্ধির নিমিত্ত সজল নলিনীদল গাত্রে দেয় এবং সেই ক্লান্ত শরীরে