পাতা:মালতী-মাধব.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ջՎՖ সুধাংশুর কর স্পর্শ করে । কুমার মাধব অত্যন্ত সুকুমার, কখনই কোন বিষয়ে ক্লেশের বার্তা জানে না। এক্ষণে এই রূপে কি অনিষ্ট ঘটিবে, বলিতে পরি না। মাধব শুনিয়া ভাবিলেন, ভগবতীর এ সমস্ত কথার ভঙ্গীই আর এক প্রকার । অমাত্য-তনয়। প্রিয়তমের দুঃসহ দশা-পরিবর্তন শ্রবণে মনে মনে ভাবিলেন, বিরহীর এরূপ সাহসিক কৰ্ম্ম বড়ই ভয়ঙ্কর । তখন গোপমে সহচরীকে বলিলেন, সখি ! ভগবতী তামার নিমিত সেই সকললোকললামভুত মহামুভবের যে দুঃস্মরণীয় অনিষ্ট শঙ্কা করিতেছেন, তাহাতে ত বড়ই ভীত হইতেছি, এ ক্ষণে উপায় কি বল । ধাত্রীদুছিত। তাপসীকে বলিলেন, ভগবতি! আপনি কথা তুলিলেন, তবে আমিও বলি, শ্রবণ করুন -এ দিকে আমাদের ভর্তুদারিকাও প্রথমতঃ নিজ ভবনের আসন্ন রথ্যায় সেই মাধবকে দর্শন করিয়া অবধি বড়ই কাতর আছেন । অঙ্গ সকল রবিকিরণবিকসি ত কমলকন্দের ন্যায় পাও, বোধ হয়, মনোবেদনায় নিয়ত অধীর থাকেন । তাহার এ ভাব দেখিতে রম নয় বটে, কিন্তু দেখিলেও পরিজনের মনে সমধিক কষ্ট হয় । তিনি এ ক্ষণে আর কেলি কৌতুকে আমোদ প্রমোদ করেন না, কেছ কিছু জিজ্ঞাসিলে ব্যক্ত করিয়া বলেন না ; কেবল করকমলে কপোল বিন্যস্ত করিয়া দিনযামিনী যাপন করেন এবং মদনোদ্যানের মন্দ মন্দ সুগন্ধ গন্ধবহুও বিষবৎ বোধ করেন ; বিশেষতঃ সে দিন সেই