পাতা:মালতী-মাধব.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। & y প্রাপ্তি বিলোকনে আছলদে উৎফুল্লনয়ন হইল। সকলেরই মুখ হৃদগত হৰ্ষ প্রকাশ করিতে লাগিল । অনন্তর বুন্ধরক্ষিত গোপনে মদয়ন্তিকাকে কহিল সখি! যে মকরদের কথা বলিয়ছিলাম, তিনি এই ; কেমন আমার কথা সত্য কি না ? তিনি কছিলেন, সখি ! আমি তখনই বুঝিয়াছি ইনি মাধব ও ইনি মকরদ । তোমার কথা সত্যই বটে। অসাধারণ গুণ না দেখিলে কেনই বা তুমি তত পক্ষপাতিনী হুইবে । অনন্যসুলভ সৌরভ নী থাকিলে কি দ্বিরেকমাল সহকারপুষ্পে প্রীতি করে । নরলে কিছুরাপ সুধারাশির আধার না হইলে কি চকোরনিকর সুধাকরের অপেক্ষা করে এবং সবিশেয রস ন৷ পাইলে কি চাতককুল নববারি ধারায় কৌতুকাকুল হয় । মাধবকে লক্ষ্য করিয়া কহিলেন, সখি ! এই মহালু ভাবের প্রতি মালতীর অনুরাগপ্রবাদ তাতি যোগ্য ও রমণীয় হইয়াছে। কেন না, রজনী ও শশধরে, বিড়াল্লভ ও জলধরে এবং মহানদী ও সাগরে মিলিত হইলেই যার পর নাই মনোরম হয়। এই বলি য়াই সম্প, ছলোচনে পুনরায় মকরন্দকে দেখিতে লাগিলেন। তখন কমন্দকী ভয়ের ভবদর্শনে মনে মনে চিন্ত করিলেন, আদ্য মকরদ ও মদয়ন্তিকার আকস্মিক দর্শন, অতি রমণীয় বোধ হইতেছে। অনন্তর জিজ্ঞাসিলেন, বৎস মকসুদ ! তুমি সে সময় মদয়ন্তিকার জীবনরক্ষার্থ দৈবাৎ কি রূপে সন্নিহিত হইলে ? তিনি উত্তর করিলেন, আদ্য জমি নগরী মধ্যে একটা সংবাদ শুনিলাম, তাছাতে মাধ