বিষয়বস্তুতে চলুন

পাতা:মালতী-মাধব.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q R }লতীমাধব । বের সমধিক চিত্তোদ্বেগ হুইবে সম্ভাবন হইল । পরে অবলোকিতাঁর মুখে সন্ধান পাইয়। যেমন কুয়মাকরোদানে আসিতেছি, ইত্যবসরে এক ভদ্রব শীয় কুমারীকে শার্দুলের আক্রমণে নিপতিত দেখিয়া সদয়ান্তঃকরণে ধাবমান হইলাম। মকরদ কি সংবাদ শুনিলেন, তদ্বিষয়ে মালতী ও মাধব নানা তর্ক করতে লাগিলেন । কামন্দকী ভাবিলেন বুঝি বা নন্দনকেই মালতী প্রদত্ত হইয়া থাকিবেক। পরে মাধবকে কহিলেন বৎস। অমাত্যতনয়া তোমাকে সুহৃদের মোহাপনোদন সংবাদ দিয়া সুস্থ করিয়াছেন, এক্ষণে তাহাকে তোমার প্রীতিদায় দেওয়া কৰ্ত্তব্য । মাধব নিবেদন করিলেন,ভগবতি ! আমি ব্যালপ্রছরে বিচেতন মুহৃৎশোকে মূৰ্ছিত হইলে, ইনি যে উদারতা বশতঃ আমার মোহাপনোদন করিয়াছেন, তাছাতে আমি চিরবাধিত' হইলাম, প্রাণ ও মন পারিতোধিক দি, গ্রহণ করিতে আজ্ঞ করুন। তখন লবঙ্গিক কহিল, আমাদের প্রিয়সর্থীর পক্ষে এই পারিতোধিকই অভীষ্ট। শুনিয়া মদয়ন্তিক ভাবিলেন, তাহ,মহানুভব লোকের সময় মত কেমন সুমধুর বাক্যবিন্যাস করিয়া লোকের মন হরণ করিতে পারেন! মকরন্দ আবার কি উদ্বেগের কথা শুনিলেন, মালতী এই রূপ চিন্তা করিতে করিতেই মাধব জিজ্ঞাসিলেন, বয়স্ক! তাবার অধিক উদ্বেগের বার্তা কি ? বল দেখি । এই জিজ্ঞাসা মাত্র এক জন লোক আসিয়া মদয়ন্তিকাকে কছিল, বৎসে । অদ্য পদ্মাবতীশ্বর তোমাদিগের বাটি আসিয়া অমাত্য ভূরিবসুর সেই কথায় দৃঢ় বিশ্বাস