পাতা:মালতী-মাধব.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) প্রস্তুত করিয়া টদিগকে সমৰ্পণ করেন । ঐ নাটকের বিষয়ে কবি লিগিয়াছেন -“যে ব্যক্তিরা এই মংকু ত নাটকে অবজ্ঞ। প্রকাশ করেন, তাহার কিছু বিশেষ জানেন, তাহাদিগের নিমিত্ত তামার এ প্রয়াস নছে। তবে, কাল ও নিরবধি, পৃথিবীও বিশালা, যদি আমার সমানধৰ্ম্ম কোন ব্যক্তি জন্ম গ্রহণ করেন, বা কোন স্থানে থাকেন, তাহারই পরিতেধার্থ এই নাটক রচনা করিতেছি। তার বেদধ্যয়নই হউক, বা সাংখ্য, উপমিমং এবং যোগশাস্ত্রের জ্ঞানই হউ ক, নাটকে তাহার বর্ণনায় কোন প্রয়োজন বা ফলোদয় নাই , নাটকে যদি বাক্যের পরিপক্কতা ও ঔদার্ঘ্য থাকে এবং অর্থের গৌরব থাকে, তবেই নাটক রচনার পণ্ডিত্য ও চতুর্ঘ্য ।” সেই মহাকবি ভবভূতি এই মালতীমাধব নাটকের প্রণয়ন করেন । ঐ দেশে কালপ্রিয়নাথ নামে এক মহেশ্বর প্রতিষ্ঠিত ছিলেন । তদীয় যাত্রা মহোৎসবপ্রসঙ্গে নানা দিগন্ত-বাসী জনগণ সমবেত হইত। তথায় তাহাদিগের অনুমোদন ক্রমে এই নাটকের প্রথম অভিনয় হইয়াছিল ।