পাতা:মালতী-মাধব.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । উপক্ৰমণিকা । বিদৰ্ভ দেশে* কুণ্ডিনপুর 1 নামে এক নগর আছে। তথায় দেবরাত নামে সুধীর সুচতুর এক রাজমন্ত্রী বাস করিতেন। কালক্রমে মন্ত্রীর পুত্র জম্মিল । পুত্রের নাম মাধব রাখিলেন। মাধব অত্যন্ত রূপবান ও অসাধারণ বুদ্ধিমান ছিলেন। শিশুকালেই সমস্ত বিদ্যায় পারদর্শী হইলেন। ক্রমে তাহার দার-পরিগ্রহ-যোগ্য বয়স উপश्ऊि श्ल ।

  • বিদর্ভ দেশের নাম বেবার। বিদর বেলারের অন্তর্গত। বিদর উহাব মধ্যে আছে বলিযা সমস্ত দেশকে বিদর্ভ বলে ।

এক্ষণে যে স্থান কনাবার বলিয। প্রসিদ্ধ, তাহাই কুণ্ডিনপুর হইতে পারে। কারণ নামের বিলক্ষণ গোঁসাদৃশ্ব আছে। y