পাতা:মালতী-মাধব.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( \} মালতীমাধব । শঙ্কা কর, তাছা যেন শক্ররও না হয়। আমি প্রাণপণ করিয়া সৰ্ব্বতোভাবে যত্ন করিব । ইহা শুনিয়া মকরদ বলিলেন, ভাবতি যাহা অজ্ঞা করিলেন, তা সঙ্গত ও শিরোধধ্য | মাধব আপনার নিজ সন্তানমাধবের প্রতি দয়া বশতই হউক, বা স্নেহ বশতই হউক, আপনার সংসারবিরত চিত্ত দ্রবীভূত হইয়া আছে। আপনিও স্বধৰ্ম্মসুলভ আচারে বিমুখ হইয়া সমুচিত যত্ন করিতেছেন, ইহার পর মহা, সে দৈবায়ত্ত । এই রূপ কথা বৰ্ব হইতেছে, এই সময়ে সংবাদ তামিল অমাত্যপত্নী মালতীকে লইয়। শীঘ্ৰ যাইতে আদেশ করিতেছেন ৷ শুনিয়াই সকলে গাত্রোথান কল্পিলেন | মালতী ও মাধবের কমন্দকীর প্রবোধ বচনে বিশ্বাস জন্মে নাই। তাছারা এক্ষণে করুণ ও অনুরাগ সহকারে পরস্পর অবলোকন করিতে লাগিলেন । মাধব দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক বলিলেন, তাঃ কি কষ্ট । মালতীর সহিত মাধবে লোকযাত্রায়খের এই অবধি শেষ হইল ! আহা, বিধাতার কি চমৎকার কৌশল । তিনি অসুখ বিতরণ করিবেন ; কিন্তু প্রথমতঃ সুহৃদের ন্যায় কিঞ্চিৎ অনুকুল হইয়া আশালতার অঙ্কুর উদ্ভেদ করেন, আবার কিছু কাল পরেই দারুণ প্রতিকূল হইয়া আশালতা উন্মুলিত ও মনোবেদন দ্বিগুণিত করিয়া দেন। মালতীও সকরুণ মৃদুস্বরে কছিলেন, হে মহাভাগ ! নয়নানন্দকর এই দর্শনই জন্মের মত দর্শন ! আমার জীবিত-তৃষ্ণার ফল যাহা হইবার হইল ; নিষ্ক