পাতা:মালতী-মাধব.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* , * ५५x का क्रू সথে ! কলহংসের কথায় কি গ্রত্যয় হইল না ? যা । কি, নিকটে আসিলেন । ঐ শুন, নানা বাদ্যসম্বলিত মৃদঙ্গদহক্সের মঙ্গল বাদ্যদ্বনি শুনা যাইতেছে ; যেন, ঘোর ঘনঘটা গৰ্জ্জন করিতেছে। বাদ্যোদ্যমে তার কিছুই শুনা যায় না। চল, যাইয় গবাক্ষ দিয়া অবলোকন করি । এই বলিয়। তাহার। গবাক্ষদ্বারে উপনীত হইলেন । দেখিলেন, প্রথমতঃ নানাবিধ পতাকা মম মক সমারণে উদ্ভট্টীন হইতেছে ; পশ্চাৎভাগে জ্বলিত করিঘটা ও বিনীত তুরস্বযুদ্ধের নানাবিধ গমনে রাজমা সুশোভিত ; প্রতিহারিগণ সমুচিত পরিচ্ছদ পরিধান পূর্বক স্ব স্ব অস্ত্র গ্রহণ করিয়া পুরোভাগে বর্তমান ; মতঙ্গের গজ্জন, তুরঙ্গের হ্যোরব ও মৃদন্সের মঙ্গলধুনিতে সকলে বধির হইয়া গেল ; পশ্চাৎ কনককিঙ্কিনী জালমালায় অলঙ্কত করিণী সকল বান ঝন্‌ শব্দে আসিতেছে, তদুপরি পরম সুন্দরী বারনারীরা সুমধুর মঙ্গলগান করি তেছে। তাছাদের বিবিধ রত্নালঙ্কার প্রভাবে যেন নভোমণ্ডলে শত শত ইন্দ্রধষ্ণু উদিত হইল ; আন্দোলাঃমান ধবল চামর ও প্রসারিত শ্বেতচ্ছত্র সকল দেখিয়া বোধ হইল, যেম গগন সরোবরে রাজহংসগণ উৎপতিত হইতেছে ও মৃণালের উপরি শ্বেত কমল সকল বিকাসত হইয়া আছে ; প্রতিস্থারীর বিচিত্র উজ্জ্বল কণকবেত্ৰশ । ধারণ পূর্বক সসন্ত্রমে চতুর্দিষ্ট স্ব দর্শনবাগ লোকদিগকে দূরে তপনীত করিতেছে ; পরিজনবর্গ কিঞ্চিদস্তরে চ?ি