পাতা:মালতী-মাধব.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श! क च। ༢ ཧྥི་ দিকে মওলাকারে উপবিষ্ট , মধ্যভাগে নাম সিন্দুরবিন্দুমণ্ডিত নীলবর্ণ গজ বধূ তারোহণ করিয়া মালতী আসিয়াছেন ; দেখিলে বোধ হয়, যেন নক্ষত্রমালায় শোভিত রজনীতে পূর্ণ শশিমণ্ডল উদিত হইয়াছে ; কুতুহলাক্রান্ত লোকের অনন্যদৃষ্টি ও বাহ্যজ্ঞানশূন্য হইয় তাহার মনোহর রূপলাবণ্য বিলোকন করিতেছে । মাধব ও মকরদ দেখিয়া অযত্যের প্রচুর সম্পত্তি ও অসাধারণ সমৃদ্ধির ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। মকর কছিলেন, সৰ্থে ! দেখ দেখ, অমত্যনন্দিনীর রুশ ও পাওশীরে আভরণ কি রমণীয় দেখাইতেছে! যেন অন্তঃপরিশুষ্ক বাললতায় কুসুমজাল বিকসিত হইয়াছে। বিবাহ মহোৎসবে যেমন নিরুপম শোভা, তেমনি বিষম মনোবেদনও ব্যক্ত হইতেছে ! এইরূপ বলিতেছেন ইতিমধ্যে করেণুকা দেবগৃহ সন্নিধানে উপবিষ্ট হইল। কামদকী, তামুযাত্রিক লোক জন দূরে রাখিয়া মালতী ও লবঙ্গিক সমভিব্য হারে দেবমন্দিরে প্রবেশিলেন । যাচতে যাইতে সহর্ষমনে ভাবিতে লাগিলেন, বিধাতা অভিলাষ ত সিদ্ধি বিষয়ে মঙ্গল করুন, দেবগণ পরিণামে তমুকুল হউন, আমি যেন মিত্রদ্বয়ের কন্যাপুত্রের পরিণয় কার্য্যে ক্ল তরুত্য হই এবং আমার প্রযত্ন সমুদায় যেন সফল ও শুভদায়ী হয় । মালতীও ভাবিতে লাগিলেন, এক্ষণে কি উপায়েই বা মৃত্যুমুখ সম্ভোগ করিয়া তাপিত প্রাণ শীতল করি ; হতভাগ্য লোকে নিয় ত প্রার্থনা করে বলিয়। মরণও কি দুর্লভ হয় ! লবঙ্গিক মল তাঁর ভাল দেখিয়।