পাতা:মালতী-মাধব.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণক । جهي পদ্মাবতীশ্বরের ভূরিবহুনাম এক অমাতা ঐ নগরীতে বাস করিতেন । তাহার মালতী নামে সর্বাঙ্গ সুন্দরী এক কুমারী দুহিতা ছিল। মালতী স্ত্রীরত্ন, সুতরাং যৌবনসীমায় পদাপর্ণ না করিতেই অনেকের প্রলোভনস্বরূপ ছইয়। উঠিল । নন্দন নামে রাজীর একজন নৰ্ম্মসচিব ছিলেন। ঐ ক্যার প্রতি তাহার সাতিশয় লোভ জন্মিল। তখন তিনি নৃপতি দ্বারা ভুরিবস্তু সমীপে মালতীকে প্রার্থনা করিতে লাগিলেন । বিদৰ্ভয় সমস্ত্রী দেবরাত ও অমাত কুরিবস্তু উভয়ে শৈশবকালে একত্র বিদ্যাভ্যাস করিয়ছিলেন। ঐ সময়ে তাই দের এই প্রতিজ্ঞ হয়, যদি তামদিগের পরম্পরের পুত্র কি কন্য। জন্মে, তবে অবশ্যই বৈবাহিক সম্বন্ধ করিতে হুইবেক । এক্ষণে দেবরা শ নিজ তনয়ের পরিণয়োচিত বয়ঃক্রম দেখিয়৷ পূৰ্ব্ব প্রতিজ্ঞ পরিপূরণার্থ তর্কশাস্ত্র অধ্যয়ন ব্যপদেশে তাহকে পদ্মাবতী নগরে প্রেরণ করিলেন । মকর •দ নামে এক জম বলমিত্র ও কল হংস নামে এক জন ভৃত্য তাহর সঙ্গে ছিল । মালতী ও মাধব স্ব স্ব পিতার প্রতিজ্ঞার বিষয় কিছুই জানিতেন না ! পদ্মাবতী নগরে কমন্দকী নামে এক পরিত্রাজিব। বাস করিতেন । তিনি মন্ত্রিদ্বয়ের প্রতিজ্ঞার বিযয় জানিতেন । পরিত্র জিকা অত্যন্ত বুদ্ধিমতী ও তত্ৰ ত্য জন সাধারণের মান্য ছিলেন । অমাত্য ভুরিব? নিজ প্রতিজ্ঞা ভঙ্গের সম্ভাবন দেখিয়া ঠাইকেই গোপনে সমীহিত সম্পাদনের ভর দিয়াছিলেন ।