পাতা:মালতী-মাধব.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R মল মীমাধব । মালব দেশে পদ্মাবতীর্ণ নামে এক নগর আছে। পদ্মাবতী নগর অতি মনোহর, সিন্ধু ও মধুমতী নামে দুই নদীর সঙ্গমস্থলে সন্নিবেশিত। ঐ স্থানে বিশাল বিমল বারিরাশির অন্তরালে নানাবিধ সুরম্য হর্ঘ্যের প্রতিবিম্ব পতিত হইয়াছে। দেখিলে বোধ হয়, যেন আকাশ হইতে অধোমুখ করিয়া স্বৰ্গীকেই পরিক্ষিপ্ত করিয়া রাশিয়াছে। ঐ খানে লবণ নামে আর একটি নদী তাড়ে। তাহার পুলিন দেশ সুস্নিগ্ধ নব তৃণে সুশোভিত। ঐ স্থানের অনতিদূরে এক প্রক{৫ জলপ্রপাত আছে। তাহার জল এত বেগে পড়ে, যে দেখিলে বোধ হয়, যেন রসাতল পয্যন্ত বিদীর্ণ হইয়। গেল। কিঞ্চিৎ অন্তরে রহৎ দ্রোণী নামে এক শৈল আছে । তাহর পরিসর শাল তা তমাল রসালপ্রভৃতি তরমণ্ডলীতে পরিপূর্ণ, মধ্যে মধ্য রমণীয় নিকুঞ্জবম, দরগৃহে সিংহ ব্যাঘ্র প্রভৃতি ভয়ানক জৰ্ব্বাণ বাস করে। ক্ষণ ক্ষণে ভল্লবের বিকট স্বরে অস্ফুট চীৎকার করিয়া হীনবল জীবদিগকে চকিত করিয়৷ দেয় । হস্তিগণ শৈলজাত সুগন্ধি তরুণত দলিত করে, তদীয় তামোদে বন অতিমাত্র যুবাসিত হয়। ঐ স্থানে সুবৰ্ণবিন্দু নামে প্রসিদ্ধ চরাচর গুর ভগবানু মছদেবের এক মন্দির অাছে।

  • পাবর্তী প্রসিদ্ধ উজ্জয়িনী নগবের পুরাতন নাম । কিন্তু BB DD BBBS gBB DDSDS DSKD BBBBB BBBB BBS ষাইতে পাবে না।