পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮣr8 মুর্শিদাবাদের ইতিহাস । হইয়াছেন,সেই জন্ত ভরসা করা যায় যে,কিরীটেশ্বরী পুনৰ্ব্বার উজ্জলকিরীটভূষিত হইয়া মুর্শিদাবাদকেও গৌরবময় করিয়া তুলিবেন। কিরীটেশ্বরীর বিবরণের পর মুর্শিদাবাদের আর একটা প্রাচীন .৯. স্থানের বিবরণ প্রদত্ত হইতেছে। মুর্শিদাবাদ হইতে কর্ণসুবর্ণ। প্রায় ছয় ক্রোশ ও বহরমপুর হইতে প্রায় তিন প্রাকৃতিক ক্রোশ দক্ষিণপশ্চিম ভাগীরথীর পশ্চিম তীরে " ' গঙ্গাম্রোতোষ্ণস্ত একটা পল্লীর ভগ্নাবশেষ দৃষ্ট হইয়। থাকে। তাহার রক্তবর্ণাভ, পৰ্ব্বতাকার উচ্চ ভূভাগ শুষ্ক নদীগর্ড হইতে যেন একটা বিস্তৃত দুর্গপ্রাকার বলিয়া বোধ হয়। এই পল্লীর সাধারণ নাম রাঙ্গামাটা। রাঙ্গামাটা পশ্চিম মুর্শিদাবাদের অন্তর্গত একটা প্রাচীন স্থান বলিয়া প্রসিদ্ধ। ইহার ভূমিসংলগ্ন অসংখ্য ইষ্টকখণ্ড ও মৃৎপাত্রচুর্ণ তাহার প্রাচীনত্বের সাক্ষ্য প্রদান করিতেছে। ভাগীরথীতরঙ্গবিধৌত হওয়ায় যদিও ইহার উপরিভাগে পললময় মৃত্তিক দৃষ্ট হয়, তথাপি রাঙ্গামাটর স্বাভাবিক ভূমি যে কঠিন ও ঈষৎ রক্তবর্ণাভ, সে বিষয়ে কিছু মাত্র সন্দেহ নাই। ইহার উপরিভাগে সামান্তমাত্র খনন করিলে কঠিন রক্তবর্ণাভ ভূভাগ বহির্গত হয়, এবং ষে স্থানে ইহার ভূমি ভাগীরথীগর্ভস্থ হইয়াছে, সেইখানেই তাহার প্রকৃত আকার আপনিই প্রকাশিত হইয়া পড়িয়াছে। রাঙ্গামাটা পূৰ্ব্বে ভাগীরখীতীরবর্তী একটা বিস্তৃত পল্লী ছিল। ক্রমে ভাগীরথ তাহাকে গর্ভস্থ করিতে আরম্ভ করিয়া শেষে নিজেই তাহার নীচে শুষ্ক হইয়া পড়িয়াছেন। সেই জন্ত রাঙ্গামাটর নিয়ে ভাগীরথীর প্রাচীন প্রবাহ, এক্ষণে একটা বিল বা বাওড় রূপে পরিণত হইয়াছে। ভাগীরথীর বর্তমান প্রবাহ তথা হইতে প্রায় অর্ক