পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 స్క్రి মুর্শিদাবাদের ইতিহাস । সমস্ত অঙ্গ ক্ষতপরিপূর্ণ হইয় উঠে, মাংস গলিত হইতে আরব্ধ হয়, অবশেষে তিনি মৃত্যুমুখে নিপতিত হন। তাহার পর উক্ত কৰ্ম্মচারী ইষ্টকপ্রাচীর ভঙ্গ করিয়া বুদ্ধমূৰ্ত্তির প্রকাশ করেন। হিউয়েন সিয়াঙ্গ বোধিদ্রুমশক্র শশাঙ্কের বিষয় যেরূপ বর্ণনা করিয়াছেন, তাহাতে র্তাহাকে কদাচ হৰ্ষবৰ্দ্ধনের সমসাময়িক বলিয়া বোধ হয় না । বোধিক্রমশক্র শশাঙ্ক মগধরাজ পূর্ণবৰ্ম্মার সমসাময়িক বলিয়া উল্লিখিত হইয়াছেন। হিউয়েন সিয়াঙ্গের মতে পূর্ণবৰ্ম্ম অশোকবংশের শেষ রাজা । অশোকবংশ হর্ষবৰ্দ্ধনের বহুকাল পূৰ্ব্বে বিলুপ্ত হয়। পৌরাণিক মতে খৃষ্টজন্মের ১১৯৫ বা ১১৬০ বৎসর পূৰ্ব্বে * এবং প্রত্নতত্ত্ববিদগণের মতে খৃষ্টের জন্মের ১৮৩ বৎসর পূৰ্ব্বে + অশোকবংশের রাজত্ব শেষ হয়। তাহার পর শুঙ্গ, কম্ব, অন্ধু বংশ মগধে রাজত্ব করেন। অবশেষে গুপ্তসম্রাটগণ মগধের অধীশ্বর হইয়া ভারতের বহুপ্রদেশে আপনাদের সাম্রাজ্য বিস্তার করিয়াছিলেন । এই গুপ্তবংশের রাজত্বসময়েই হিউয়েন সিয়াঙ্গ ভারতবর্ষে উপস্থিত হন, এবং প্রত্নতত্ত্ববিদগণ খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগ তাহার উপস্থিতির সময় বলিয়া স্থির করিয়া থাকেন। যদিও আমরা তাহাঁদের সহিত সে বিষয়ে একমত নহি । সুতরাং পূর্ণবৰ্ম্ম অশোকবংশের শেষ রাজা হইলে বোধিক্রমশক্র শশাঙ্ক যে কর্ণসুবর্ণরাজ শশাঙ্ক হইতে পারেন না ইহা বেশ বুঝা যাইতেছে। তবে যদি হিউয়েন

  • বিষ্ণুপুরাণের মতে খষ্টের জন্মের।১১৯৫ বৎসর। পূৰ্ব্বে, এবং বায়ু ও মৎস্তপুরাণের মতে খ ষ্টের জন্মের ১১৬০ বৎসর পূৰ্ব্বে মৌর্য্যবংশের রাজত্ব শেষ হয় ।
  1. T. C. Dutta's Ancient India, Book IV. P. 490.