পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । > >(x রাঙ্গামাটর সহিত পূৰ্ববংশের কোন সম্বন্ধ ছিল কি না, তাহ জানা যায় না। পালবংশ যৎকালে উত্তর রাঢ়ে আপনাদিগের প্রভুত্ব বিস্তার করেন, সে সময়ে মহীপাল তাহাদের রাজধানী হইয়া উঠে। সেনবংশের সময় গৌড় ও নবদ্বীপ প্রভৃতি রাজধানীর কথা অবগত হওয়া যায় । গুপ্তবংশের পরবর্তী এই সমস্ত রাজবংশের সহিত রাঙ্গামাটর কোনও সম্বন্ধ ছিল কি না, তাহা জানিবার কোনও উপায় নাই। তবে রাঙ্গামাট অনেক দিন পৰ্য্যন্ত রাঢ়প্রদেশের যে একটা প্রসিদ্ধ নগর ছিল, তাহার প্রেমাণ পাওয়া যায়। * কিরূপে রাঙ্গামাটর গৌরবহ্রাস বা তাহার ধ্বংস হয়, তাহার কোন প্রমাণ পাওয়া যায় না। উইলফোর্ড সাহেব রাঙ্গণমাটীধবংসের একটা প্রবাদের উল্লেখ করিয়া থাকেন। ববদ্বীপ অথবা সিংহলের রাজা কতকগুলি রণতরী লইয়া বাঙ্গলা আক্রমণ করিয়াছিলেন । তিনি রাঙ্গামাট পৰ্য্যস্ত অগ্রসর হন । তৎকালে রাঙ্গামাট বাঙ্গলার একটা প্রসিদ্ধ স্থান ছিল, ও তাহা কুসুমপুরী নামে অভিহিত হইত। বাঙ্গলার মহারাজ প্রায়ই তথার বাস করিতেন । আক্রমণকারীরা দেশ লুণ্ঠন করিয়া নগরের ধ্বংস সম্পাদন করে । উইলফোর্ড সাহেবের মতে তাহ বক্তিয়ার খিলিজী কর্তৃক বঙ্গ-বিজয়ের বহুপূৰ্ব্বে সংঘটিত হইয়াছিল। } বেভারিজ সাহেব বঙ্গ-বিজয়ের

  • কর্ণেল রেভাট তাহার তবকত-নাসিরির অনুবাদে এক স্থানের টিপ্পনীতে লিথিয়াছেন যে, গঙ্গার পূর্ব ও পশ্চিমে বাঙ্গলার দুইটা বিস্তুত প্রদেশ ছিল। সাধারণতঃ ঢাকা ও রাঙ্গামাটা তাহদের প্রধান নগর বলিয়া অভিহিত হইত। এই বাদামাটা সম্ভবতঃ রাঢ়ের রাঙ্গামাটাই হইবে। মুসলমান রাজত্বসময়েও মাদামাটর প্রাধান্ত ছিল ।
  • Asiatic Researches vol. Ix. P. 30.