পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> や মুর্শিদাবাদের ইতিহাস । অল্পপূৰ্ব্বেই রাঙ্গামাটধ্বংসের অনুমান করিয়া থাকেন, এবং তাহার মতে সিংহলের রাজা পরাক্রমবাহুর সময়ে রাঙ্গামাটা আক্রান্ত হয়। পরাক্রমবাহু ১১৫৩ খৃষ্টাব্দে সিংহলের সিংহাসনে উপবেশন করেন, এবং ১১৬৯ খৃষ্টাব্দে তাহার দিগ্বিজয় আরব্ধ হয়। র্তাহার কয়েকখানি জাহাজ আরামী বা রামামার কুসুমী বন্দরে উপস্থিত হইয়াছিল । উইলফোর্ড সাহেবের মতে রাঙ্গামাটর নাম কুসুমপুরী হওয়ায় এবং কুসুমীবন্দরের সহিত তাহার নামের কথঞ্চিৎ ঐক্য থাকায়, বেভারিজ সাহেব ঐরূপ অনুমান করিয়া থাকেন। কিন্তু রামামার অবস্থানসম্বন্ধে যেরূপ ভিন্ন ভিন্ন মত দেখা যায় ও তাহার প্রাকৃতিক অবস্থার যেরূপ বিবরণ দৃষ্ট হয়, তাহাতে তাহাকে কদাচ রাঙ্গামাটা প্রদেশ বলিয়া স্থির করা যায় না ।* সুতরাং বেভারিজ সাহেবের মত সমীচীন বলিয়া বোধ হয় না । লঙ্কার রাজা কর্তৃক রাঙ্গামাটাধ্বংসের প্রবাদ অনেক দিন পর্য্যন্ত প্রচলিত ছিল, লেয়ার্ড সাহেবও তাহার উল্লেখ করিয়াছেন। তবে তাহার শ্রুত প্রবাদ, উইলফোর্ড সাহেবের প্রবাদ হইতে

  • Wijesinha ब्रांभांभांरक यांब्रां कांन ७ शुtप्रrमर-द्र भधाझिल भान করেন। Cluverius রামামাকে উড়িষ্যার রাজধানী মনে করেন । Gastaldis এর পুরাতন মানচিত্রে উড়িয্যর পূর্বে হিজলার নিকট রামামা নামক স্থানের উল্লেখ আছে । ইহার কোনটার অবস্থান রাঙ্গামাটার সহিত ঐক্য হয় না। আবার রামামা দেশে অপর্যাপ্ত মারিকেলবৃক্ষের উল্লেখ দেখা যায়। রাঙ্গামটিতে কদাচ নারিকেল বৃক্ষ অধিক পরিমাণে জন্মে না । কারণ রাঢ় প্রদেশের স্মৃত্তিকায় নারিকেল বৃক্ষ জন্মিবার সম্ভাবনা অল্প। স্বতরাং রামামার অবস্থান ও তাঁহার প্রাকৃতিক অবস্থার পার্থক্যে তাহাকে রাঙ্গামাট হইতে পষ্টই বিভিন্ন বলিয়। লোধ হয় ।