পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&থম অধ্যায় । وج لا لا এই রক্ষণীড়াঙ্গাকে একটা বৌদ্ধস্তূপ বলিয়া মনে হয়। সম্ভবতঃ ইং হিউয়েন সিাবর্ণিত অশোক রাজার স্তূপ হইবে। বৌদ্ধস্থপতিকার্য্যে নানারূপ অস্বাভাবিক মূৰ্ত্তি থাকায়, এবং পূৰ্ব্বে উক্ত স্থানে সেই প্রকারের মূৰ্ত্তি দৃষ্ট হওয়ায় তাহার নাম রাক্ষসীড়াঙ্গ হইয়া থাকিবে । * এই রাক্ষসীড়াঙ্গার নিকটেই রাজবাড়ীড়াঙ্গা, তাহাও একটা নাতু্যচ্চ ভূভাগ ও অনেক দূর পৰ্য্যস্ত বিস্তৃত। সেই স্থানে রাজ কর্ণসেনের প্রাসাদ ছিল বলিয়া প্রবাদ প্রচলিত। প্রাসাদের চারিদিক গভীর পরিখাবেষ্টিত ছিল, পরিখার চিহ্ন তিন দিকে সুস্পষ্ট বিদ্যমান আছে, চতুর্থ দিকের চিহ্ন সম্পূর্ণরূপে পাওয়া যায় না, তাহার অধিকাংশ । ভাগীরথীগর্ভস্থ হইয়াছে বলিয়া বোধ হয়। পরিখা ఇR1) কর্ষিত হইয়া শস্তোৎপাদক ভূমিতে পরিণত হইয়াছে। এই o রাজবাড়ীড়াঙ্গাকে লোকে অন্দর ও সদর দুই ভাগে বিভক্ত করে। } কাজল নামে একটা ক্ষুত্র গুলি রাজবাড়ীড়াদায় অবস্থিত। স্থা তাহার নিকটে সৈনিকদিগের স্বাস্থ্যাবাস করার প্রস্তাবসময়ে ২ে গবর্ণমেণ্টকর্তৃক একটা বৃহৎ কুপ খনিত হইয়াছে। রাজবাড়ীর> পূৰ্ব্বে একটা স্ববৃহৎ তোরণদ্বারের চিহ্ন অনেক দিন পর্য্যস্ত বিদ্যমান ছিল। লোকে তাহাকে বুরুজ বলিত, কয়েক বৎসর হইল তাহ ভাগীরথীগর্ভস্থ হইয়াছে। ইহার নিকটে যন্থপুর গ্রামে

  • মহীপালদেবের রাজধানী মুর্শিদাবাদের মহীপাল গ্রামে এক খণ্ড প্রস্তরে ইঙ্গযুক্ত হস্তীর স্তায় জস্তুবিশেষের মূৰ্ত্তি আছে। লোকে তাহাকে রক্ষসের *न६ बल । ब्रांत्रांभक्रिौञ्च tब्रभञ कू?ीब्र <त्रिनश्ऊि aछब्रथ७:क७ tजांक বাক্ষসর দেহ বলিয়া থাকে। এই সমস্ত প্রস্তরে অবস্থানের জন্তু বৌদ্ধগুণ স্বাক্ষরীড়াঙ্গা নামে অভিহিত হইয়াছে বলিয়া বোধ হয়। -