পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S X o মুর্শিদাবাদের ইতিহাস । বিবপুষ্করিণী নামে একটী ক্ষুদ্র পুষ্করিণী আছে, তাহার উপর রাজা কর্ণসেনের বিচারালয় ছিল বলিয়া প্রবাদ প্রচলিত। রাজবাড়ীডাঙ্গার দক্ষিণ পূৰ্ব্ব কোণে কিঞ্চিৎ দুরে ঠাকুরবাড়ীডাঙ্গ, উহার অধিকাংশই এক্ষণে ভাগীরথীগর্ভস্থ । এইখানে রাজবংশের ঠাকুরবাড়ী ছিল বলিয়া লোকমুখে শুনা যায়। ঠাকুরবাড়ীডাঙ্গার ভূমি ভাগীরথীগর্ভস্থ হওয়ার সময় একখানি স্বর্ণপ্রতিমা একজন লোকের হস্তগত হয়, অনেকে তাহাকে লক্ষ্মীমূৰ্ত্তি বলিয়া অনুমান করিয়াছিল । * এতদ্ভিন্ন অনেক শঙ্খ ও বহুপরিমাণে সিন্দুর ভাগীরথীগর্ভে পতিত হইয়াছিল। রাজবাড়ীডাঙ্গার পূৰ্ব্বদিকে প্রায় অৰ্দ্ধ মাইল দূরে প্রাচীন গঙ্গাতীরে একট অত্যুচ্চ ভূভাগ আছে। রাঙ্গামাটর রেশম কুঠীর নিকটবর্তী ডাঙ্গ ব্যতীত উক্ত ভূভাগের স্যার উচ্চ ডাঙ্গ আর দ্বিতীয় নাই, ইহার নাম সন্ন্যাসী ভাঙ্গা । এই সন্ন্যাসীডাঙ্গায় দাড়াইয়া সমস্ত রাঙ্গামাটর দৃপ্ত নয়নগোচর হইয়া থাকে। ইহার উপরে ও নিয়ে ভাঙ্গনের মুখে বাবলা, নিম্ব ও তালপ্রভৃতি বৃক্ষ জন্মগ্রহণ করিয়াছে। সন্ন্যাসীডাঙ্গার উচ্চতা, তাহার নাম ও অবস্থান প্রভৃতি বেখিয়া ইহাকে রক্তমৃত্তি সঙ্ঘারামের স্থান বলিয়া অনুমান হয়। সঙ্ঘারাম বৌদ্ধ ভিক্ষুগণের সম্মিলন স্থান হওয়ায়, তাহার নাম সন্ন্যাসীডাঙ্গা হওয়া অসম্ভব নহে। রাজবাড়ীড়াঙ্গার দক্ষিণ ও বর্তমান রেশম কুঠার পশ্চিম, প্রাচীন গঙ্গা বা বাওড়ের উপর একটী পুষ্করিণীর গর্ভ দৃষ্ট হয়। তাহার গভীরতা প্রায় পূর্ণ হইয়া উঠিয়াছে। এই পুষ্করিণীর নাম যমুনাপুষ্করিণী, লেয়ার্ড সাহেব এইখানে * অনেক গুপ্তবংশের মুদ্রার কমলাত্মিক মূৰ্ত্তি দৃষ্ট হওয়ায় উক্ত প্রতিমাকে লক্ষ্মীমূৰ্ত্তি বলিয়া অনুমান কয়৷ অসঙ্গত বোধ হয় না।