পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ মুর্শিদাবাদের ইতিহাস । যাইবে । পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, আদিশূরের পুত্র ভূপূরকে সিংহাসনচ্যুত করিয়া ধৰ্ম্মপাল গৌড়রাজ্য অধিকার করেন। বারেন্দ্র কুলজীগ্রন্থে দৃষ্ট হয় যে, রাজা ধৰ্ম্মপাল ভট্টনারায়ণের পুত্র আদি গাঞি ওঝাকে ধামসার গ্রাম দান করিয়াছিলেন । * এইরূপ সিদ্ধান্ত হয় যে, ভট্টনারায়ণের পিতা ক্ষিতীশ আদিশূরের সময় কান্তকুজ হইতে গৌড়ে আগমন করেন । ভট্টনারীরণ নিজে কান্তকুজ হইতে না আসিলেও তিনি যে আদিশূর ও ভূশ্বরের সময় বর্তমান ছিলেন, এরূপ অনুমান করা যাইতে পারে । সুতরাং আদিশূরের কয়েক বৎসর পরে যে ধৰ্ম্মপালের রাজত্ব আরব্ধ হয় তাহা বেশ বুঝা যাইতেছে। এক্ষণে আদিশূরের সময় নির্ণয় করিতে পারিলে ধৰ্ম্মপালের সময়ও অনায়াসে স্থির হইতে পারে। রাজতরঙ্গিণীতে লিখিত আছে যে, কাশ্মীররাজ জয়াপীড় গৌড়রাজ জয়ন্তের কন্যা কল্যাণদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন, বোধ হয়। সপ্তদ্বশাধিকেৱ’ অর্থে ৭১. শাক বুঝায় । যদি সপ্তদশীব দ্বীকে পাঠকে 'সপ্তদশান্ধিকে পড়া যায় তাহাতেও ছনোরক্ষা হয় না, সুতরাং সপ্তদশাব্দীকে পাঠই প্রকৃত বলিয়া মনে হয় । সপ্তদশান্ধীকে পাঠেও ৭৪• অর্থ বুঝায়, কারণ সংখ্যা বুঝাইতে অন্ধি' শব্দ প্রায়ই ৪ অর্থে প্রযুক্ত হয় । স্কচিৎ ৭ অর্থে ব্যবহৃত হইয়। থাকে । ৭ অর্থ ধরিয়া লইলেও ৭৭• অর্থ বুঝায়। ফলতঃ উক্ত শ্লোকের যেরূপ পাঠ হউক না কেন, তাহ হইতেই বুঝা বায় বে, সাগরদীঘী ৮ম শকাব্দে খনিত হইয়াছিল । 紫 "য়াজ ঐধৰ্ম্মপালঃ স্বথমমরধুনীতীরদেশে বিধাতু', নায়াদিগাঞিবিপ্রং গুণযুততনয়ং ভট্টনারায়ণষ্ঠ । যজ্ঞান্তে দক্ষিণtথই সকনকরাজতৈধর্ণমসারাভিধানং গ্রামং তস্মৈ বিচিত্ৰং হরপুরসদৃশং প্রাদদং পুণ্যকামঃ।” { লাহোড়ীত্বংশাবলীঃ । বঙ্গের জাতীয় ইতিহাস ১ম থ, ১ম ভাগ ৯৮ পৃ: )