পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏ 89 মুর্শিদাবাদের ইতিহাস । মুক্তির জন্য ৭৪০ শাকে পালবংশঙ্কত এই খাত খনিত হয়। উহার খননকার্য্যে ১০ সহস্ৰ বৰ্ব্বর ( কুলী ), ৬ সহস্ৰ খনক, ১০ লক্ষ ইষ্টক, দুই দুই লক্ষ তৃণকাষ্ঠ সংগৃহীত হইয়াছিল, এবং শত সহস্ৰ গো, প্রত্যেক ব্যক্তিকে ষটপলাধিক সুবর্ণ, অসংখ্য শীতবস্ত্র ও ধৌত বস্ত্র এবং ব্রাহ্মণদিগকে শালগ্রামের নিকটে সশস্ত ভূমি ও দক্ষিণ প্রদত্ত হয়। * শ্লোকে রাজা মহীপালের স্পষ্ট নামোল্লেখ নাই, কিন্তু সাগরদীবীকে পালবংশকৃত খাত বলিয়া উল্লেখ করা হইয়াছে । পুরুষানুক্রমিক প্রবাদ, কিন্তু অদ্যাপি সাগরদীদ্বীকে মহীপালের খনিত জলাশয় বলিয়া প্রচার করিতেছে। মহীপালদেবের রাজধানী মহীপালনগরের নিকটবৰ্ত্তী এবং তাহার রাজত্বসময়ে উহা খনিত হওয়ায়, তাহাকে নিঃসন্দেহে মহীপালকৃত দীঘী বলিয়া বিশ্বাস করা যাইতে পারে । উক্ত শ্লোক হইতে স্পষ্টই বুঝা যাইতেছে যে, সাগরদীখননে এক বিরাট ব্যাপীর সংসাধিত হইয়াছিল। দৈর্ঘ্যে প্রায় অৰ্দ্ধ ক্রোশ, প্রস্থে প্রায় ১০ । ১২ রশি একটা বৃহদাকার জলাশয় ও ১৫ট “শাকে সপ্তদশাব্দীকে স্থিতে সাগরদীর্থিক । পালবংশকৃতং খাতং ব্ৰহ্মহামুক্তিহেতুনা । বৰ্ব্বরদেশসাহস্ৰা: যটি সহস্রাণি খাতকাঃ । श्टैकः। शिलंकi१ि छ्रु५६ कीटै: विप्रः विप्रः ॥ গবং শতসহস্রাণি সুবর্লং ষটপলধিকং । শীতবস্ত্রাস্তসংখ্যানি ধেীতং বক্সং জনং জনং ॥ সশস্ত ভূমিদনঞ্চ শালগ্রামস্ত সন্নিধে । শিগ্রেভো। দক্ষিণ দত্ত। ইতি সাগরদীঘিঁক৷ ” এই শ্লোকটী সাগরদীঘীর একটা বঁধ ঘাটে সংলগ্ন প্রস্তরখণ্ডে লিখিত ছিল । নাটটা ভগ্ন হইয় গেলে, প্রস্তরণওখানি ৰিক্ষিপ্ত হইয় ভূমিতে পতিত থাকে।