পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:) Sty. মুর্শিদাবাদের ইতিহাস । খোদিত প্রস্তরখণ্ড ও কতিপয় স্বর্ণমুদ্রা এশিয়াটিক সোসাইটতে প্রেরণ করিয়াছিলেন । উক্ত প্রস্তরখণ্ডে পালি অক্ষর খোদিত বলিয়া স্থির হইয়াছিল। দরগাট দেখিয় তাহাকে প্রাচীন কালের নিৰ্ম্মিত বলিয়াই প্রতীত হয়। দরগা ব্যতীত গয়সাবাদে একটা নাতু্যচ্চ শিবমন্দির দৃষ্ট হইয়া থাকে। মন্দিরট নবনিৰ্ম্মিত, মনিরাভ্যস্তরে কৃষ্ণপ্রস্তরনিৰ্ম্মিত শিবলিঙ্গ । মন্দিরগাত্রে গণেশাদি । দেবতার প্রতিমূৰ্ত্তি আছে। গয়সাবাদে নশীপুররাজবংশের নিৰ্ম্মিত একটী বিশাল তুলসীবিহার মন্দির অাছে। তাহার গগনস্পশী চুড়া বহুদূরে ভাগীরথীগর্ভ হইতে লোকের দৃষ্টি আকর্ষণ করিয়া থাকে। তথায় পূৰ্ব্বে নশীপুররাজবংশীয় বিগ্রহের তুলসীবিহার হইত, এবং তদুপলক্ষে এক বৃহৎ মেলার প্রতিষ্ঠা হইয়াছিল। এক্ষণে উক্ত মন্দিরে কোন উৎসবাদি হয় না, তাহা ভগ্নাবস্থ হইয়া পড়িয়াছে । তাগীরথী তাহার যেরূপ সমীপবৰ্ত্তিনী হইয়াছেন, তাহাতে অচিরে তাহাকে তাহার গর্ভে আশ্রয় গ্রহণ করিতে হইবে । গয়সাবাদের অধিকাংশই এক্ষণে ভাগীরথীগর্ভস্থ । তাহার গর্ভে প্রবেশকালে গয়সাবাদ যে সমস্ত মৃংপাত্রচুর্ণাদি উদগীরণ করিতেছে, তাহাতে তাহাকে একটা প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, বলিয়াই স্বতঃই মনে হইয়া থাকে, এবং পুরাকালে যে তাহা প্রাচীন-মহীপালনগরের একাংশ ছিল, ঐ সমস্ত মৃৎপাত্রচুর্ণ হইতে তাহ বেশ বুঝা যায়। পাঠানরাজত্বকালে গয়সাবাদপ্রভৃতি স্থান যেরূপ উন্নতিলাভ করিয়াছিল, সেইরূপ মুর্শিদাবাদের কোন কোন স্থানে যন্ত্রান্ত মুসল্মানগণ বাস করিয়া সেই সেই স্থানকে প্রসিদ্ধ করিয়া তুলিয়াছিলেন। ঐ সকল স্থানের মধ্যে ফতেসিংহ ফতেসিংহ ।