পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫాల মুর্শিদাবাদের ইতিহাস । সেখের দীর্ঘ দৈর্ঘ্যে উত্তর-দক্ষিণে প্রায় ২০ রশি ও প্রন্থে পূৰ্ব্ব পশ্চিমে প্রায় ৭ রশি হইবে । দীর্ঘীর জল পূৰ্ব্বাপেক্ষ কিছু শুষ্ক হইয়াছে। একবার কিছু অধিক পরিমাণে শুষ্ক হইজ সেশ্বের দীর যাওয়ায় দীর্ঘীর মধ্যস্থ হাউজের প্রাচীর বাহির বর্তমান অবস্থা ৷ হইয়া পড়ে। সেই সময়ে প্রাচীর মাপিয়াজান। যায় যে, হাউজট দৈর্ঘ্যে প্রায় ৫ রশি ও প্রস্থে ৩ রশি হইবে। হাউজট অগাধ জলে পরিপূর্ণ। দীর্ঘীর পাহাড়ের ঘাটগুলি প্রায়ই ভগ্ন হইয়া গিয়াছে ; স্থানে স্থানে তাহাদের চিহ্নমাত্র দেখিতে পাওয়া যায়। দীর্ঘীর দক্ষিণ পাহাড়ে মুর্শিদাবাদের নবাবদিগের একটা সুন্দর অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছিল। সেখের দীর সৈয়দ বংশীয়গণ কহিয়া থাকেন যে, নবাব মুর্শিদকুলী খ৷ দেশপর্যাক্টর আসিয়া দীর্ঘাটী মনোরম বিবেচনা করায় আৰু সৈয়দবংশীয় সৈয়দ আসাদুল্লার + নিকট হইতে দীৰীটী গ্রহণ করেন, এবং এক নুতন সনন্দদ্বারা তাহার পশ্চিম পাহাড়ে ৪২ বিঘা জমি সৈয়দবংশকে প্রদান করা হয়। তদবধি সেখের দীর্ঘ মুর্শিদাবাদের নবাববংশের অধিকারে আছে । সেখের দীর্ঘীর সৈয়দ বংশীয়দিগের মতে মুর্শিদকুলী খাঁ কর্তৃকই ইহার দক্ষিণ পাহাড়স্থ অট্টালিকা নির্শিত • আসাদুল্লী আৰু সৈয়দ হইতে ও পুরুষ এবং আবদুল ররও জামাছর। হইতে ৬ পুরুষ । আৰু সৈয়দ ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন । মুর্শিদকুলীৰ অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন। এক্ষণে বিংশ শতাব্দীর জাৱন্ত। আসাদুল্লা আৰু সৈয়দ হইতে ও পুরুষ পরে এবং আবদুল রব হইতে ৬ পুরুষ পূৰ্ব্বে হওয়ায়, মুর্শিদকুলী ধার সমসামরিক প্রতিপন্ন হইতেছেন।