পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ মুর্শিদাবাদের ইতিহাস। র্তাহার প্রক্ষিপ্ত মৃত্তিকারাশির মধ্যে নিমগ্ন হইয়া পড়িয়াছে। ফরাসডাঙ্গায় এক্ষণে বহরমপুরের জলের কল স্থাপিত হইয়াছে। ইউরোপীয়গণ ভারতবর্ষে ও বঙ্গদেশে উপস্থিত হইয়া জানিন এবং কিরূপে ক্রমে মুর্শিদাবাদ প্রদেশে অবস্থান নৈতিক ব্যাপারে ও প্রভুত্ব বিস্তার আরম্ভ করেন, তাহ প্রদ. ইংরজি প্রবাহের শিত হইল। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর কারণ। বাঙ্গালার ইতিহাস পর্য্যালোচনা করিলে অবগত হওয়া যায় যে, ইংরাজের ক্রমে ক্রমে অন্তান্ত ইউরোপীয়গণকে বাণিজ্যে ও রাজনৈতিক ব্যাপারে পরাভূত করিয়া অবশেষে মুসলমানগণের হস্ত হইতে বাঙ্গলার বা মুর্শিদাবাদের সিংহাসন বিচ্ছিন্ন করিয়া লন । এই সমস্ত ব্যাপার সংসাধনের জন্ত র্তাহারা বহুকাল হইতে বঙ্গদেশের একটা স্থানকে মুদৃঢ় ও স্বরক্ষিত করার জন্ত চেষ্টা করিতেছিলেন। সেই বহুকালব্যাপিনী চেষ্টার শেষ ফলে র্তাহারা ভারতের ভাবী রাজধানী কলিকাতার অধিকার লাভ ও তথায় দুর্গ নিৰ্ম্মাণ করিতে সক্ষম হন । সুতরাং মুর্শিদাবাদের ইতিহাসের সহিত কলিকাতাস্থাপনের যে একটি নিগূঢ় সম্বন্ধ রহিয়াছে, ইহা সুস্পষ্টরূপে প্রতীত হইতেছে । সেই জন্ত কলিকাতাস্থাপনের ইতিহাস সাধারণের নিকট প্রকাশ করার প্রয়োজনবোধে আমরা তাইরি আলোচনায় প্রবৃত্ত হইতেছি । প্রথমতঃ ইংরাজের বাণিজ্যে ও রাজনৈতিক ব্যাপারে কিরূপে অন্তান্ত ইউরোপীয়গণকে বই দূরে স্থাপন করিয়া শনৈঃ শনৈঃ আপনাদের আধিপত্য বিস্তার করিতে সক্ষম হইয়াছিলেন, তাহারই সংক্ষিপ্ত আলোচনা করিয়া পরে কলিকাতাস্থাপনের বিবরণ প্রদান করিতে চেষ্টা করিব |