পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। Slovo) গণকে আক্রমণ করার জন্য পাঠাইয়া দেন। ফিরিঙ্গীদিগের দ্বারা চালিত গোলন্দাজ সৈন্যগণ গোলাবর্ষণে বিদ্রোহিগণকে অস্তির করিয়া তুলে। যুদ্ধের প্রথম দিবস গোলাবর্ষণে অতিবাচিত হয়। পরদিন প্রাতঃকালে বাদসাহী অশ্বারোহী সৈন্যেরা বিদ্রোহিগণকে আক্রমণ করে। কিন্তু কয়েক ঘণ্টা যুদ্ধের পর বিদ্রোহিগণ পরাজিত হয়। পর দিবস জবরদস্ত খ নিকটস্থ জমাদারদিগকে বাদসাহী সৈন্যের জয় লাভের সংবাদ দিয়া বিদ্রোহিগণের সহিত কোন রূপ সম্বন্ধ না রাখার জন্ত আদেশ দেন । সেই দিনে জবরদস্ত খাঁ মুখস্বসাবাদের নিকট উপস্থিত হইয়া নগরের পূর্ব দিকে প্রশস্ত ময়দানে শিবির সন্নিবেশ করিয়া পর দিন প্রাতঃকালে রহিম সাকে আক্রমণ করার জন্য অপেক্ষা করিতে থাকেন। কিন্তু রহিম সা সেই রাত্রিতেই গঙ্গা পার হইয়া বৰ্দ্ধমানের দিকে পলায়ন করে । যে সময়ে জবরদস্ত খ বিদ্রোহিগণের সহিত যুদ্ধ করিতেছিলেন, সেই সময়ে সাজাদা আজিম ওশ্বান প্রথমে এলাহাবাদে ও পরে পাটনায় আসিয়া উপস্থিত হন। আজিম ওখানের এলাহাবাদ হইতে তিনি অযোধ্যার শাসন বাঙ্গালায় আগমন কর্তাকে আপনার সাহায্যের জন্ত আহ্বান দিলে "ত ' করিয়া পাঠান। পাটনায় আসিয়া আজিম ওশ্বান শুনিতে পান যে, জবরদস্ত খ বিদ্রোহিগণকে পরাস্ত করিয়াছেন। জবরদস্তের জয়লাভে আজিম ওশ্বান কিঞ্চিৎ ঈর্ষ্যাম্বিত হইয়া তাহাকে এইরূপ লিথিয়া পাঠান যে, তিনি আর যেন বিদ্রোহিগণের সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত না হন। এই সংবাদ পাইয়া জবরদস্ত খাঁ অত্যন্ত ইথিত হন এবং সেই সময়ে বর্ষাকাল উপস্থিত হওয়ায়, তিনি