পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\○○W2 মুর্শিদাবাদের ইতিহাস। প্রাতঃকালে তিনি নবাবের প্রতি সন্মান প্রদর্শনের ইচ্ছায় আপনার বাসভবন হইতে বহির্গত হইলেন। কিন্তু অৰ্দ্ধ পথ অতিক্রম করিতে না করিতে আবদুল ওয়াহেদের সৈন্তগণ র্তাহার পথ অবরোধ করিল এবং চীৎকারপূর্বক আপনাদিগের প্রাপ্য বেত নের প্রার্থনা করিয়া এক হাঙ্গামা উপস্থিত করিল। দেওয়ান সৰ্ব্বদাই সশস্ত্রে গমন করিতেন। তিনি তাহাদিগের এরূপ ব্যবহারে ভীত না হইয় আপন অনুচরবর্গকে পথ পরিষ্কার করিতে আদেশ প্রদান করিলেন এবং অবিলম্বে তাহাদিগকে অতিক্রম করিতে সক্ষম হইলেন । তৎপরে নগদী সৈন্যগণ পলায়ন আরম্ভ করিল। দেওয়ান অক্ষত শরীরে প্রাসাদে উপস্থিত হইয়া এবং আজিম ওখানকে এই সকল কার্য্যের মূল বিবেচনা করিয়া তাহাকে যারপরনাই তিরস্কার করিতে লাগিলেন ও র্তাহার সম্মুখে উপবিষ্ট হইয়া নিজের তরবারিতে হস্ত প্রদান করিয়া বলিলেন, “যদি আপনি আমার জীবন গ্রহণ করিতে ইচ্ছা করিয়া থাকেন তাহা হইলে আমুন, আমরা এইখানেই যুদ্ধে প্রবৃত্ত হই, অন্যথা যাহাতে ভবিষ্যতে এরূপ ঘটনা সংঘটিত না হয় তজ্জন্য সতর্ক হইবেন।” আজিমণ্ডশ্বান দেওয়ানের ব্যবহারে ভীত হইয়া আপনার নির্দোষিতাপ্রমাণের চেষ্টা করিতে লাগিলেন। পরে আবদুল ওয়াহেদকে আহবান করিয়া তাহার অনুচরবর্গের এরূপ ব্যবহারের জন্য অত্যন্ত তিরস্কার করিলেন এবং ভবিষ্যতে ঐ প্রকার কার্য্য হইলে তিনি ভয়ানক অসন্তুষ্ট হইবেন বলিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন। কিন্তু দেওয়ান ইহাতে সস্তুষ্ট নী হইয়া তথা হইতে দেওয়ানী আমে গমন করিয়া আবদুল ওয়াহেদকে আহবান করিলেন এবং তাহাদিগের প্রাপ্য বেতনাদি