পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। ৩৩৯ স্থান বলিয়া বিবেচিত হইত। বিশেষতঃ ঐ সময়ে কাশীমবাজারে প্রধান প্রধান ইউরোপীয় জাতির বাণিজ্য কুঠা প্রতিষ্ঠিত হওয়ায়, চোদের গতিবিধি পৰ্য্যালোচনার প্রয়োজন হইয়াছিল। সে সময়ে মগ ও ফিরিঙ্গীদিগের কোন রূপ অত্যাচার না থাকায়, পূৰ্ব্ববঙ্গে অবস্থান করার বিশেষ কোন রূপ প্রয়োজন ছিল না। এই সমুদয় কারণ বিবেচনা করিয়া দেওয়ান কারতলব খ কাননগো ও খালসা বা রাজস্ব বিভাগের অন্তান্ত কৰ্ম্মচারীর সচিত ১৭০৩ খৃষ্টাব্দে মুখমুসাবাদে উপস্থিত হইলেন এবং তাহার কুলুড়িয়ঃ * নামক পতিত মৌজায় দেওয়ানখান ও মহলসর প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়া দক্ষতাসহকারে দেওয়ানী কাৰ্য্য পরিচালনা করিতে লাগিলেন। সেই সময়ে জগৎশেঠবংশের আদিপুরুষ মাণিকচাদও দেওয়ানের সঙ্গে মুর্শিদাবাদে আগমন করেন। । দেওয়ানের লিখিত র্তাহার প্রাণনাশের চেষ্টার সংবাদ যথা সময়ে সম্রাটের নিকট পহুছিলে, তিনি পৌত্র আজিমওশ্বানের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইলেন । সেই সময়ে তিনি দীক্ষিণাত্যে অবস্থিতি করিতেছিলেন। সম্রাটু তথা হইতে আজিমকে এইরূপ পত্র লিখিলেন যে, ইহার পর যদি দেওয়ানের শরীর অথবা সম্পত্তির কোন রূপ সামান্য ক্ষতি উপস্থিত হয়, তাহা হইলে আজিম ওখানকে তাহার জন্য সম্পূর্ণ দায়ী হইতে হইবে এবং তৎসঙ্গে এইরূপ আদেশ প্রদত্ত হইল যে, নবাব তাহার পত্রপ্রাপ্তি মাত্র বাঙ্গালা পরিত্যাগ করিয়া বিহারে আপনার রাজধানী স্থাপন আজিম ওশ্বানের विढ्Itङ्ग गंभन ।

  • নিজামত কেল্লার পূর্ব দিকের স্থান অদ্যপি কুলুড়িয়া নামে অভিহিত হইয়া থাকে।